দ্রুত হারে বাড়ছে পৃথিবীর জনসংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে মানুষের ব্যস্ততা। ট্রেনে বাসে ট্রামে সর্বত্র ভিড়। সেই হারে রাস্তায় বেড়েছে যানবাহনের সংখ্যাও। ট্রাফিক জ্যামে প্রতিনিয়ত নাজেহাল হচ্ছে মানুষ। তাই যোগাযোগ মাধ্যমে সুবিধে আনতে, উবের আকাশপথে যাত্রা করার নতুন পন্থা আনতে চলেছে।
২০২৩ সাল নাগাদ আকাশপথে গন্তব্যে পৌঁছানোর এই অভিনব উদ্যোগ চালু হবে বলে জানিয়েছে উবের সংস্থাটি। তবে প্রথমে লস এঞ্জেলস, ডালাস, মেলবোর্ন এ ইলেক্ট্রিক উড়ন্ত গাড়ির পরিষেবা চালু হবে বলে জানা গেছে উবেরের পক্ষ থেকে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পৃথিবীর ৫৫ শতাংশ মানুষ শহরে বসবাস করেন। কিন্তু সেই অনুপাতে রাস্তার পরিমাণ খুবই কম। বেড়েছে চারচাকার সংখ্যা, কিন্তু সিগন্যাল আর জ্যামের ফাঁসে হাসফাস করে উঠছে মানুষ। ২০৫০ সালে পৃথিবীর ৬৮ শতাংশ মানুষ শহরে বসবাস করবেন, তাই যোগাযোগ মাধ্যম আরামদায়ক করবার জন্যই এখন থেকে ভাবনা চিন্তা শুরু করেছে সংস্থাটি। ইতিমধ্যে উবের পার্টনারশিপ তৈরি করে প্রাথমিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
নিউইয়র্কে এ-বছর গ্রীষ্মে উবের হেলিকাপ্টারের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর নতুন রাইড বানানোর পর থেকেই গোটা বিশ্বে সাড়া পড়ে গেছে। উবের এয়ারের এই পদক্ষেপ অবশ্য শুধু সে-জায়গাতেই সীমাবদ্ধ।
গাড়ির ওপর মানুষের নির্ভরতা ক্রমশ বাড়ছে। কিন্তু যাত্রাপথে লক্ষ্য এবার আকাশপথ। উবের এয়ার মধ্যবিত্তদের জন্যে কতটা সুবিধেজনক তা বোঝা যাবে আগামী দিনেই।