এই মুহূর্তে পৃথিবীর পরিবেশে যে পরিমাণ কার্বন রয়েছে, তা এই গ্রহের গত ১২০ লক্ষ বছরের ইতিহাসে সর্বাধিক। পৃথিবী দ্রুত ছুটছে ইওসিন যুগের দিকে, যে-সময়ে পৃথিবীর কোথাও এক চিলতে বরফ ছিল না। ছিল না কোনো মেরুও। যে-সময় গোটা পৃথিবীটাই ছিল তপ্ত চাটুর মতো। কার্বনের পরিমাণ ঠেকানো না গেলে পৃথিবী থেকে দ্রুতই নিশ্চিহ্ন হবে মেরু, বরফ এবং তারই সঙ্গে গোটা জীবজগৎ। আর, কার্বনের এই বাড়-বাড়ন্ত ঠেকাতে আমাদের হাতে আছে আর মাত্র ৫ বছর! হ্যাঁ, মাত্র ৫ বছর। এমনটাই জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বিজ্ঞানী জেমস অ্যান্ডারসন।
অ্যান্ডারসন জানাচ্ছেন, সমুদ্রের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি বেড়ে গেছে। যার ফলেই তৈরি হচ্ছে একের পর এক সামুদ্রিক ঝঞ্ঝা। মেরুপ্রদেশের ৭৫-৮০ শতাংশ স্থায়ী বরফ গলে গেছে ইতিমধ্যেই। বাকি যেটুকু স্থায়ী বরফ এখনও রয়েছে, তাও আর ৩-৪ বছরের মধ্যে গলে যেতে পারে। এই অবস্থায়, কার্বন নিষ্ক্রমণ কমানো ছাড়া এই গ্রহের জীবকূলকে বাঁচানোর আর কোনও উপায় নেই। এখনও যদি কার্বনের বিরুদ্ধে, পরিবেশের পক্ষে যুদ্ধ ঘোষণা না করা যায়, তাহলে বড্ড দেরি হয়ে যাবে, বলছেন অ্যান্ডারসন।
রাজনীতি, ধর্ম, উন্নয়ন নিয়ে মেতে থাকা আমরা এই কথা শুনতে পাচ্ছি তো?