দুর্নীতি, অপরাধপ্রবণতা থেকে শুরু করে সাইবার নিরাপত্তার অভাব— পৃথিবীর প্রতিটা শহর এখন আতঙ্কের কেন্দ্র। কিন্তু এর মধ্যেই কোন কোন শহর তুলনায় অনেক বেশি নিরাপদ, তারই সন্ধান দিল সাম্প্রতিক সমীক্ষা। বিশ্বের ৬০টি শহরের সেই তালিকায় স্থান পেয়েছে ভারতের দুটি শহরও। আর সেই দুটি শহর হল দেশের রাজধানী নিউ দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বাই। সম্প্রতি ইকোনমিস্ট ইন্টালিজেন্স ইউনিট বা ইআইইউ কর্তৃক তৈরি এই তালিকায় ৪৮ তম স্থান পেয়েছে নিউ দিল্লি শহর। মুম্বাই রয়েছে ৫০ তম স্থানে।
নাগরিকদের সুরক্ষার বিষয়টি বুঝতে ৫টি বিষয়ের উপর ৭৬টি মাপকাঠি তৈরি করেছিলেন অর্থনীতিবিদরা। এই ৫টি বিষয় হল— ব্যক্তি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা, প্রশাসনিক নিরাপত্তা এবং পরিবেশ সংক্রান্ত নিরাপত্তা। সব মিলিয়ে সারা পৃথিবীতে সবচেয়ে সুরক্ষিত শহরের তকমা পেল কোপেনহেগেন শহর। এছাড়াও ৮-এর উপরে স্কোর রয়েছে টরন্টো, সিঙ্গাপুর, সিডনি এবং টোকিও শহরের। ২০১৫ সাল থেকে প্রতি ২ বছর অন্তর এই তালিকা তৈরি করে আসছে ইআইইউ। উল্লেখ্য, প্রথমবারের জন্য সেখানে প্রথম স্থানে উঠে এল কোপেনহেগেন শহরের নাম। অন্যদিকে গতবার প্রথম স্থানে থাকা টোকিও শহর ছিটকে গিয়েছে পঞ্চম স্থানে। এই প্রথম তালিকায় পরিবেশ সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পরিবেশ সমস্যার কথা মাথায় রেখেই এই পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি এ-বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাপকাঠি ছিল কোভিড সুরক্ষার বিষয়টিও। সব মিলিয়ে এই বছরের তালিকা নানা দিক থেকেই গুরুত্বপূর্ণ। আর এই প্রথম পৃথিবীর প্রথম ৬০টি নিরাপদ শহরের তালিকায় স্থান পেল ভারতের দুটি শহর।
ইআইইউ-র এই রিপোর্টে উছ্বসিত ভারতের দুই শহরের প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই। কিন্তু প্রতিটা শহরই যে নাগরিকদের প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই কথাও আরেকবার মনে করিয়ে দিয়েছেন ইআইইউ-র বিশেষজ্ঞরা। তবে এই নিরাপত্তাহীনতার যুগেও যে ভারতের শহরগুলিতে পরিকাঠামো ক্রমশ উন্নত হচ্ছে, এটাই আশার কথা।
Powered by Froala Editor
আরও পড়ুন
বিনা বাধায় আফগান শহর দখল, তালিবানদের অগ্রগতিতে আশঙ্কার মেঘ