ব্রিটিশ অ্যাকাডেমির ফেলোশিপ পেলেন ২ বাঙালি-সহ ৩ ভারতীয়

শিক্ষাক্ষেত্রের আন্তর্জাতিক মঞ্চে ফের শীর্ষে উঠে এল বাংলার নাম। বিগত ২৩ জুলাই মানবতা এবং সমাজ বিজ্ঞানের ফেলোশিপের তালিকা প্রকাশ করল ব্রিটিশ অ্যাকাডেমি। আর ৩০ জন করেস্পন্ডিং ফেলো’র সেই তালিকাতেই জায়গা করে নিলেন দুই বঙ্গসন্তান— গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং সুকান্ত চৌধুরী।

শিক্ষাক্ষেত্র এবং গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য পৃথক পৃথক বিষয়ে প্রতিবছর এই সম্মান প্রদান করে থাকে ব্রিটিশ অ্যাকাডেমি। যা বিবেচিত হয় বিশ্বের অন্যতম সম্মানজনক ফেলোশিপ হিসাবে। সেখানে নির্দিষ্ট একটি বিষয়ে দুই বাঙালি শিক্ষাবিদের পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে গর্বের বিষয়। 

রেনেসাঁসের সাহিত্য এবং বেকনের প্রবন্ধের উপর বিস্তারিত গবেষণা, সম্পাদনা এবং অনুবাদের জন্য চলতি বছরে ব্রিটিশ অ্যাকাডেমি ফেলোশিপ পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সুকান্ত চৌধুরী। এর আগেও লিওনার্দো দ্য ভিঞ্চির নোটবুক এবং এডওয়ার্ড লিয়রের লিমেরিক বাংলায় অনুবাদ করেছিলেন তিনি। তাছাড়াও তাঁর অনুবাদ করা রবীন্দ্রনাথ ঠাকুর, রাজশেখর বসু, সুকুমার রায় সাহিত্য প্রকাশিত হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে। বর্তমানে অধ্যাপনার পাশাপাশি ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলিতে নিয়মিত লেখালিখির সঙ্গে যুক্ত ডঃ চৌধুরী। সেইসঙ্গে আন্তর্জাতিক শেক্সপিয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়াও এর আগে প্রেসিডেন্সি কলেজ, অক্সফোর্ড, কেমব্রিজ এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন সুকান্ত চৌধুরী।

অন্যদিকে আন্তর্জাতিক নারীবাদ, সাম্রাজ্যবাদ, পোস্টকলোনিয়াল রাজনীতির অধ্যায়নের জন্য এই বিশেষ সম্মাননা পেয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। পাশাপাশি কার্ল মার্ক্সের তত্ত্বের বিশ্লেষণ, জ্যাক দেরিদার রচনার অনুবাদ-সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। অধ্যাপনা করেছেন পিটার্সবার্গ, টেক্সাস, পেন্সিলভেনিয়ার মতো বিশ্বের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে। ২০১২ সালে দর্শন ও সাহিত্যের জন্য কিয়োতো পুরস্কারে ভূষিত হয়েছিলেন ডঃ চক্রবর্তী। ২০১৩ সালে পেয়েছিলেন পদ্মভূষণ। এবার দর্শনে তাঁর উল্লেখযোগ্য কাজের জন্য আরও একবার আন্তর্জাতিক সম্মাননা পেলেন তিনি।

আরও পড়ুন
বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসাবে বিরল ‘অলিম্পিক’ পুরস্কার পাচ্ছেন এক বাঙালি

এই দুই বাঙালি শিক্ষাবিদ ছাড়াও এবছরে ব্রিটিশ অ্যাকাডেমির ফেলোশিপ পেলেন যোধপুরের শিক্ষাবিদ প্রতাপ ভানু মেহতা। ট্রিবিউন, দ্য হিন্দু, ফাইনানসিয়াল এক্সপ্রেস-সহ ভারতের প্রথম সারির সংবাদপত্রগুলিতে ধারাবাহিকভাবে শিক্ষা, রাজনীতি, সাংবিধানিক আইন এবং বৌদ্ধ ইতিহাস সম্পর্কিত কাজের জন্য দেশে অন্যতম পরিচিত মুখ তিনি। এর আগে সমাজ বিজ্ঞানের জন্য ইনফোসিস এবং ম্যালকম অ্যাডেসেসিয়া পুরস্কার পেয়েছিলেন তিনি। একইসঙ্গে তিন ভারতীয় এই কৃতিত্ব সত্যিই গর্বের…

আরও পড়ুন
ছকভাঙা তথ্যচিত্রে মহারাষ্ট্রের লোককথা, আন্তর্জাতিক সম্মাননা বাঙালি পরিচালকের

Powered by Froala Editor

আরও পড়ুন
সাও পাওলো চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার তিন বাঙালির

Latest News See More