মানুষ কত কিছুই না পারে! একটা পাতা নিচে পড়ে থাকতে দেখলে কারোর জঞ্জাল মনে হয়, কারোর মনে আবার ভেসে ওঠে ওই পাতা দিয়ে নতুন কিছু তৈরির পরিকল্পনা। ত্রিপুরার শুভম সাহাও ভেবেছিলেন, নতুন কিছু করবেন। তারই ফলশ্রুতি হিসেবে সামান্য একটা পাতা, পেন এবং ব্লেড দিয়ে একের পর এক শিল্প সৃষ্টি করে চলেছেন তিনি।
ছোটবেলা থেকেই আঁকার শখ শুভমের। মা-বাবার সমর্থনও পেয়েছেন পুরোপুরি। পাতায় ফুটিয়ে তুলেছেন একের পর এক বিখ্যাত ব্যক্তির মুখ। সর্বপল্লী রাধাকৃষ্ণণ, লতা মঙ্গেশকর থেকে গণেশ, দুর্গা – শুভমের হাতে পাতার ওপর ফুটে উঠেছে সবার মুখই।
পরিবেশের সংকটের দিনে, পরিবেশের বিভিন্ন উপাদানকে শিল্পে ব্যবহার করার যে উদ্যোগ, সেই পড়াইয়ে যে শুভমও শামিল, তা বলার অপেক্ষা রাখে না।