ট্রাম্পের সিদ্ধান্তে ভয়াবহ সংকটের মুখে উত্তর মেরু

বিশ্ব উষ্ণায়নের ফলে দ্রুত হারে বদলে যাচ্ছে পৃথিবীর জলবায়ু। অথচ তা নিয়ে মাথাব্যথা নেই প্রথম বিশ্বের দেশ আমেরিকার। ডোনাল্ড ট্রাম্পের নয়া সিদ্ধান্তে তোলপাড় পরিবেশ বিজ্ঞানীদের মহল।

মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা সুমেরুর বিস্তীর্ণ অংশে তেল এবং গ্যাস উত্তোলনের অনুমতি দিতে চলেছে ট্রাম্পের প্রশাসন। এর ফলে মেরু ভাল্লুক সহ আলস্কার অসংখ্য বন্যপ্রাণীর অস্তিত্ব বিপদের মুখে পড়বে।

কিছু দিনের মধ্যে লিজের প্রস্তাব এলে প্রায় ১৬ লক্ষ একরের এই এলাকায় ইচ্ছে মতো খোঁড়াখুঁড়ি চালিয়ে তেল-গ্যাস তুলতে পারবে যে কোনও বাণ্যিজিক সংস্থা। মেরু ভাল্লুকের প্রধান আস্তানা এই অঞ্চল। সেখানে এ ভাবে তেল উত্তোলন বিভিন্ন প্রজাতির প্রাণীদের অস্তিত্ব বিপন্ন করে তুলবে বলে অনেকের ধারণা।

ব্যুরোর সমীক্ষা অনুযায়ী, এই এলাকা থেকে যে তেল তোলা হবে তা থেকে বায়ুমণ্ডলে বছরে ৫০ লক্ষ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড ছড়াতে পারে।

এতবছর আলাস্কাকে বাণিজ্যিক কর্মকাণ্ডের বাইরেই রাখা হয়েছিল৷ ২০১৭ সালে একটি কর সংক্রান্ত বিল পাশ করিয়ে সেটি তুলে দেওয়া হয়। পরিবেশপ্রেমীরা এই সংশোধনটিকে 'লজ্জা' আখ্যা দিয়েছিলেন।

ফলে, এই বিপুল কর্মকাণ্ড শুরু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

Latest News See More