বোর্ড পরীক্ষায় একইসঙ্গে মা-মেয়ে, নজির ত্রিপুরায়

কথায় আছে, বাবা-মাই কোনো শিশুর প্রথম আদর্শ শিক্ষক। কেননা, স্কুলের গণ্ডিতে পা দেওয়ার আগে থেকেই লেখাপড়া, নৈতিকতা, আদর্শ বাবা-মায়ের থেকেই শেখে কোনো শিশু। কিন্তু এই সমীকরণটাই যদি উল্টে যায়? হ্যাঁ, সম্প্রতি এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী হল ত্রিপুরা (Tripura)। একইসঙ্গে বোর্ড পরীক্ষায় (Board Exam) উত্তীর্ণ হলেন মা এবং মেয়ে। এমনকি পরীক্ষার প্রস্তুতির সময় মায়ের গাইডের ভূমিকা নিয়েছিলেন স্বয়ং কন্যা।

শিলা রানি দাস। ত্রিপুরার আগরতলার বাসিন্দা, ৫৩ বছর বয়সি এই মহিলাই এখন ‘টক অফ দ্য টাউন’ সে-রাজ্যে। একদিকে যেমন মাধ্যমিক পাশ করেছেন শিলা রানি, একইসঙ্গে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা অর্থাৎ উচ্চ-মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন তাঁর দুই কন্যা রাজশ্রী ও জয়শ্রী। 

দারিদ্রের সঙ্গে লড়াই করেই ছোটো থেকে বড়ো হওয়া শিলা রানির। ফলে, পরিবারের হাল ধরতে গিয়ে স্কুলের গণ্ডি পার করা হয়ে ওঠেনি আর তাঁর। মা ছিল না। তাই তিন বোনের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। সেইসঙ্গে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কেরানির চাকরিও নেন তিনি। তখন ১৮ বছর বয়স তাঁর। ইচ্ছে ছিল, নিজের পায়ে দাঁড়িয়ে তারপর আবার পড়াশোনায় ফিরবেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। বরং, বিবাহের পর দায়িত্ব বেড়েছে আরও। 

শিলা রানির মতো একই পরিস্থিতির শিকার হতে হয়েছিল তাঁর বড়ো কন্যা রাজশ্রীকে। বিয়ের পর পড়াশোনা বন্ধ হয়ে যায় তাঁরও। তবে স্কুল ছাড়ার প্রায় ৮ বছর পর, ফের রাজশ্রী পঠন-পাঠনের দুনিয়ায় ফেরেন তাঁর বোন জয়শ্রীর হাত ধরে। ২০২০ সালে বোনের তত্ত্বাবধানেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন রাজশ্রী। চলতি বছরেও একইসঙ্গে উচ্চ-মাধ্যমিক পাশ করেছেন দুই বোন। 

আরও পড়ুন
এখনও ১৯৪৫-এর পারমাণবিক বোমা পরীক্ষার মাশুল গুনছেন হাজার হাজার মার্কিনি

অন্যদিকে মা-কেও পরীক্ষায় বসতে একপ্রকার বাধ্যই করেছেন দ্বাদশ শ্রেণির ছাত্রী জয়শ্রী। নিজের পড়াশোনার চাপ সামলেও, প্রতিদিন ক্লাস নিয়েছেন মায়ের। কখনো আবার তৈরি করে দিয়েছেন নোটস। এমন ঘটনাকে বিরল বললেও বোধ হয় কম বলা হয়। 

আরও পড়ুন
পরীক্ষানিরীক্ষার সঙ্গে প্রয়োজন ক্লাসিক্যালের অনুশীলনও – ‘বিসর্জন’ নাটক থেকে বার্তা থেস্‌পিয়ান্‌স্‌-এর

সমাজের তীর্যক মন্তব্য, কটূক্তি উপেক্ষা করে মা-মেয়ের এই সাফল্য আরও একবার প্রমাণ করল, পড়াশোনার কোনো বয়স হয় না। বাবা-মায়ের সঙ্গে একইসঙ্গে পরীক্ষা দেওয়া কোনো লজ্জার কারণ হতে পারে না, বরং তা প্রগতিশীল মানসিকতার উদাহরণ— হ্যাঁ, এই বার্তাই প্রেরণ করছেন ত্রিপুরার অষ্টাদশী তরুণী জয়শ্রী…

আরও পড়ুন
শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবেন তৃতীয় লিঙ্গের মানুষরাও, পথ দেখাচ্ছে কর্ণাটক

Powered by Froala Editor

Latest News See More