সব প্রতিকূলতাকে হারিয়ে মাটি থেকে বিমানের ককপিটে আদিবাসী মেয়ে

আকাশ ছোঁয়ায় স্বপ্ন আমরা অনেকেই দেখি। স্বপ্ন দেখেছিলেন অনুপ্রিয়া লাকরাও। যাত্রা পথ সহজ নয় জানতেন তিনি। তবুও মাওবাদিগড় মালকানগিরিতে বসে সেই স্বপ্ন দেখেছিলেন তিনি। মালকানগিরির প্রথম আদিবাসী মহিলা পাইলট তিনি।

অনুপ্রিয়ার বাবা মরিনিবাস লকরা ওড়িশা রাজ্য পুলিশের হাবিলদার। তিন ভাই বোনের মধ্যে অনুপ্রিয়া জ্যেষ্ঠ। ছোট থেকেই মেধাবী ছাত্রী অনুপ্রিয়া উচ্চমাধ্যমিকের পর ভুবনেশ্বরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান। কিন্তু ককপিটে বসার স্বপ্ন তখনও হারিয়ে যায়নি। সেই স্বপ্নই তাকে নিয়ে গেলো অন্য পথে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা থামিয়ে ভর্তি হলেন বিমান চালানোর প্রশিক্ষণ নিতে। ২০১৭ সালে অনুপ্রিয়া কমার্শিয়াল পাইলটের লাইসেন্স পান। তাঁর সাফল্যে খুশি পরিবার ও বন্ধুবান্ধব। মা জিমাজ জানান, তাঁরা অর্থকষ্টে ভুগলেও সন্তানদের গায়ে তার আঁচ লাগতে দেননি। অনুপ্রিয়াকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও।