গাড়ি নিয়ে পরিবেশবিদদের অভিযোগের শেষ নেই। বায়ুদূষণ তো লেগেই আছে। সেই সঙ্গে আছে শব্দদূষণের হামলা। রাতদিন গাড়ির হর্নে কান টিকিয়ে রাখা দায়। গাড়ির এই আওয়াজই যদি গাছের বৃদ্ধিতে সাহায্য করে?
ভাবছেন, এ কেমন উলটপুরাণ! কিন্তু এমনই দাবি করেছে আয়াক্স। এটি আসলে আন্তর্জাতিক গাড়ির ব্র্যান্ড টয়োটার উরুগুয়ের ডিস্ট্রিবিউটর। এরাই সওয়াল করছে ইলেকট্রিক গাড়ির সপক্ষে। বলছে, এই ইলেকট্রিক গাড়ি থেকেই বিশেষ ধরনের আওয়াজ নির্গত করে গাছেদের বৃদ্ধির হারকে বাড়ানোর কথা। কিন্তু যে শব্দে আমাদের সবার এত আপত্তি, সেটাই কী করে এমনটা করবে? আয়াক্স কর্তৃপক্ষ বলছেন, এখনকার বিপুল শব্দদূষণ গাছেদের ক্ষতি করছে, এটা ঠিক। তবে একটা বিশেষ তরঙ্গদৈর্ঘ্যের শব্দে গাছ সাড়া দেয়। তাতেই নাকি তাদের বৃদ্ধি আরও দ্রুত হয়।
গাছ আর শব্দ— এদের যে একটা ‘নাজুক’ সম্পর্ক আছে, সেটা অনেকেই নানা সময় প্রমাণ করেছেন। এখন আয়াক্সের এই ভাবনা বাস্তবেও কি রূপান্তরিত হবে? আমাদের নজর থাকবে সেইদিকে।