নতুন শিশু জন্মালেই তার বাড়ি গিয়ে বৃক্ষরোপণ করেন শিক্ষক গোপাল চন্দ্র

সম্প্রতি মুম্বাই-এর অ্যারে কলোনিতে গাছ কাটা নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছে গোটা ভারত। এরই মধ্যে জানা গেল প্রতিবেশী দেশের এক বৃক্ষপ্রেমীর কথা। লোকে তাঁকে ‘পাগল’ বলে। বলে, তাঁর এই কর্মসূচি 'বিদঘুটে'।  কিন্তু লোকজনের কথায় বিশেষ আমল দেননি স্কুল শিক্ষক গোপাল চন্দ্র বর্মন। স্কুলের এই মাস্টারমশাই গ্রামে নতুন শিশু জন্মালে তাদের বাড়ির উঠোনে গিয়ে বৃক্ষরোপণ করে আসেন। প্রত্যেকটি গাছই ফলের গাছ। শিশুদের এই উপহারই দেন তাদের গোপাল স্যার। 

গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়ার গোপাল চন্দ্র ২০০৮ সালে গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠা করেন বটতলা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল। বর্তমানে প্রায় ৩৫০ ছাত্রছাত্রীর এই স্কুল কিন্ডাগার্টেন থেকে পরিণত হয়েছে নিম্ন মাধ্যমিক স্কুলে।  

গত পাঁচ বছরে প্রায় ৩ হাজার পরিবারে বৃক্ষরোপণ করেছেন তিনি। শুধু তাই নয়, কন্যাশিশু জন্মালে তিনি কাঁঠাল গাছ উপহার দেন। যাতে তাদের পরিবার ওই ফল বা গাছ বিক্রি করে তাদের সন্তানদের উচ্চশিক্ষা ও বিবাহ দিতে পারে। বৃক্ষ ছেদনের বিরুদ্ধে প্রতিবাদেও তিনি শামিল। মানুষের কাছে অনুরোধ করেছেন প্রয়োজন ছাড়া গাছ না কাটতে। 

যত পরিমাণে গাছ কাটা হয় তার সিকিভাগও রোপণ করা হয় না। তাই কোথাও গাছ কাটা হলে গাছ লাগান গোপাল চন্দ্র। তাঁর স্বপ্ন, একদিন এই উদ্যোগে সামিল হবে সমগ্র বাংলাদেশ। 

(ছবি ঋণ - ইউটিউব)

Latest News See More