শিল্পায়নের কারণে কাটা পড়ছে একের পর এক গাছ, বসতি বাড়ানোর জন্য সাফ হচ্ছে জঙ্গল। এবং সাম্প্রতিক আমাজনে আগুনের কথা তো সবাই শুনেছে। এহেন ভয়ংকর অবস্থার মধ্যেও ইথিওপিয়ার এই উদ্যোগ আশা দেখায়। একদিনে গোটা ইথিওপিয়া জুড়ে ৩৫০ মিলিয়ন গাছ লাগালেন সে-দেশের বাসিন্দারা।
প্রধানমন্ত্রী আবিই আহমেদ গত ২৯ জুলাই ‘গ্রিন লেগাসি’ উদ্যোগের মাধ্যমে একদিনে সবাইকে প্রায় ২০০ মিলিয়ন গাছ লাগানোর কথা বলেন। গোটা দেশ জুড়ে সরকারি এবং বেসরকারি কর্মচারীরা নিজেদের মতো করে প্রায় ১০০০টি জায়গাতে গাছ লাগিয়েছেন। এছাড়াও বিভিন্ন দাতব্য সংস্থা, এনজিও ও সাধারণ মানুষ উদ্যোগী হয়ে একদিনে ৩৫০ মিলিয়ন গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। লক্ষ্যের থেকেও ১৫০ মিলিয়ন বেশি গাছ লাগিয়ে আনন্দিত সকলেই। এভাবে পৃথিবী সবুজ করে তুলতে পারলে, অচিরেই অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে – এমনটাই মনে করছেন তাঁরা।