এখনও অবধি ৪৬টি জেলায় গাছ লাগিয়েছেন বাংলাদেশের এই অধ্যাপক

‘গাছ লাগান, প্রাণ বাঁচান’। বিশ্বের প্রতিটি প্রান্তে এই কথাটাই এখন বেদবাক্য হয়ে উঠছে। কিন্তু দ্রাবিড় সৈকতের কাছে এইটা নতুন কিছু নয়। প্রায় পনেরো বছর আগে থেকেই তিনি এবং তাঁর সংগঠন ‘ফলদ বাংলাদেশ’ বৃক্ষরোপণ নিয়ে ব্যাপকভাবে কাজ করে আসছেন। কোনও বিদেশি গাছ নয়, দেশি জাতের গাছই তাঁদের এই কাজের হাতিয়ার।

বাংলাদেশের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দ্রাবিড় সৈকত। আসল নাম মহম্মদ ফকরউদ্দিন। ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই ভাবনাটা তাঁর মাথায় আসে। সঙ্গে পেয়ে যান আরও ছয়জন বন্ধুকে। খুব ছোট পরিসরে তাঁরা কাজ শুরু করেন। সেই সময় থেকেই দেশি গাছগুলোর প্রতি জোর দেন তাঁরা। বিদেশি গাছগুলোর আমদানি খরচ এবং রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি। তার ওপর সেই গাছগুলির ফল সংরক্ষণ করতে ক্ষতিকর রাসায়নিক মেশানো হয়। যার ফলে আখেরে ক্ষতি হয় সাধারণ মানুষের। এতসব কিছুর জন্যই দেশীয় গাছগুলিকে নিয়ে তাঁরা ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেন। আর এখন? মোট ৪৬টি জেলায় গাছ রোপণ করেছেন তাঁরা। ছয়জন নিয়ে শুরু করে, আজ ‘ফলদ বাংলাদেশ’-এর কর্মীর সংখ্যা ২০০-রও অধিক। গ্রামে, বিদ্যালয়ে, পার্কে— সর্বত্র বৃক্ষরোপণ করে চলেছেন সৈকত। এখনও থামেননি। কাজ যে এখনও অনেক বাকি!

Latest News See More