গ্রামবাসীদের কাছে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষরা

দেশজোড়া লকডাউনের মধ্যে যতদিন যাচ্ছে কঠিন হয়ে উঠছে পরিস্থিতি। অনেকে শুরু থেকেই মজুত করেছেন পর্যাপ্ত খাবার বা তারও বেশি। অনেকের সেই সুযোগ হয়নি। ভারতের প্রায় ৩৭ শতাংশ মানুষের নিত্যসঙ্গী দারিদ্র্য। লকডাউনের জেরে বন্ধ উপার্জনও। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরাই। কিন্তু লড়াই ফুরোয়নি। তাঁদের পাশে দাঁড়াতেই এগিয়ে এলেন তৃতীয় লিঙ্গের মানুষরা।

আরও পড়ুন
লড়াইয়ে শামিল পানিহাটির বান্ধব পাঠাগার, হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন সদস্যরাই

ঘটনাস্থল গুজরাট। সেখানকার এক গ্রামে, তৃতীয় লিঙ্গের মানুষরা চাল, আটার মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট তুলে দিলেন গ্রামবাসীর হাতে। শুধু তাই নয়, মানুষকে সচেতন করতে বাড়ি থেকে বেরোতেও নিষেধ করেন তাঁরা। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিওই। দিনকয়েক আগে পশ্চিমবঙ্গেও তৃতীয় লিঙ্গের মানুষদের দেখা গেছে মাস্ক বিতরণ করতে।

https://www.facebook.com/100001757277064/videos/2807181476017067/

আরও পড়ুন
করোনা ‘ছড়ানো’র অভিযোগ, নিজের আবাসনেই হেনস্থার মুখে পিয়ারলেসের চিকিৎসক

করোনার যুদ্ধে প্রতিদিন একটু একটু করে গভীর হচ্ছে ক্ষত। এই মুহূর্তে মানবিকতা আরও একবার দেখিয়ে দিল, কাঁধে কাঁধ রেখে লড়তে পারাই শেষ কথা। আশা, মানুষের পাশে মানুষ থাকলে ঠিক এই দুঃসময় পেরিয়ে যাবে। আমরা নিশ্চয়ই পারব এই যুদ্ধ জিততে। অ্যালবার্ট টিন্ডলের সেই গানের মতোই – ‘উই শ্যাল ওভারকাম…’

More From Author See More