তিনশো বছরের পুরনো শহর কলকাতার ঐতিহ্য ট্রাম। কারও কারও কাছে ট্রাম চড়ার স্মৃতি এখনও উসকে দেয় পুরনো কলকাতার চালচিত্র। পরবর্তীকালে বিপুল হারে বেড়েছে জনসংখ্যা, জীবন হয়েছে আরও গতিশীল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ট্রামে নিত্য যাতায়াতের মানসিকতা জিইয়ে নেই খুব বেশি মানুষের মধ্যে। এরই মধ্যে কেএমডিএ সূত্রে খবর, শিয়ালদহ উড়ালপুলের ভার কমাতে সরানো হবে ট্রামলাইন।
উড়ালপুলটির স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেখান থেকে কয়েক ইঞ্চি আস্তরণ সরিয়ে ফেলতে হবে৷ সরবে ট্রামলাইনও। চিরাচরিত ট্রামের যাত্রা আর দেখা যাবে না ওই পথে।
গোটা রাস্তা বন্ধ না রেখে সারাই করা হবে উড়ালপুলের একাংশ। মূলত রাতের দিকেই এই কাজ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বন্ধ করে দেওয়া হবে ভারী যানবাহন চলাচলও। ফলে আগামী দিনগুলিতে ওই অঞ্চলের নিয়মিত যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হতে পারে।
ঝুঁকি নিতে চান না বিশেষজ্ঞরা। ট্রামলাইন এর কারণেই উড়ালপুলের ক্ষতি হচ্ছে বলে মনে করছেন অনেকেই। তবে ট্রামলাইন সরিয়ে কাজ কবে শুরু হবে, এখনও জানানো হয়নি কেএমডিএর পক্ষ থেকে।