১ জুন লকডাউন তুলে নেওয়ার পর থেকেই খুলে গেছে রাজ্যের অধিকাংশ অফিস, কারখানা, শপিংমল, দোকান-বাজার, রেস্তোরাঁ। রাস্তাতেও নেমেছে যাত্রীর ঢল। কিন্তু সেই মতো পরিবহণ পরিষেবা সচল হয়নি এখনও পর্যন্ত। ফলে যাতায়াতের সময় সমস্যার মুখে পড়তে হচ্ছে অফিসযাত্রীদের রোজই। সমস্যার সমাধানে এবার ট্রাম পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
গত মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ হয়ে গিয়েছিল ট্রাম। প্রায় তিন মাস পরে আবার দেখা যাবে কলকাতার ঐতিহ্যবাহী এই যানকে রাস্তায় নামতে। তবে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তার ছিঁড়ে, পোস্ট উলটে বিপর্যস্ত হয়েছিল ট্রামের রুটগুলো। সারানো হয়েছে সেসব। এখন চলছে ট্রামগুলি স্যানিটাইজের প্রক্রিয়া। রাজ্য পরিবহণ নিগম জানিয়েছে, হয়তো চলতি সপ্তাহেই সচল হবে ট্রাম পরিষেবা।
জানা গেছে, প্রথমে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে চালু হবে ট্রাম। তারপর অন্যান্য রুটগুলিতেও ধীরে ধীরে শুরু করা হবে পরিষেবা। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে একদিন চালানোও হয়েছে। সকাল ৭টা থেকে রাত ৮টা অবধি মিলবে এই পরিষেবা। কোনো নির্দিষ্ট রুটে প্রতি ৪০ মিনিট ছাড়া ছাড়া পাওয়া যাবে এক-একটি গাড়ি।
সর্বোচ্চ আসনের সমপরিমাণ যাত্রীকে নিতে পারবে ট্রামগুলি। প্রকাশ করা হবে চালক, কন্ডাক্টর এবং যাত্রীদের জন্য উপযুক্ত স্বাস্থ্যবিধি। এছাড়া মাস্ক না পরলে অনুমতি মিলবে না ট্রামে যাতায়াতের।
আরও পড়ুন
বাড়ছে না বাসভাড়া, সোমবার থেকে শহরের পথে অ্যাপ ক্যাব ও ট্রামও
যানবাহন সংকট কাটাতে বাস, ট্যাক্সির পাশাপাশি অটো পরিষেবাও স্বাভাবিক করা হয়েছিল আগেই। এবার ট্রাম সচল হলে সাধারণ মানুষের যাতায়াতের হয়রানি অনেকটাই কমবে বলে আশা করছেন পরিবহণ দফতরের আধিকারিকরা। পাশাপাশি বাসের সংখ্যা বাড়াতেও উদ্যোগ নিয়েছে রাজ্য। তবে বন্ধ থাকছে মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা।
আরও পড়ুন
ভার কমাতে সরছে শিয়ালদহ উড়ালপুলের ট্রামলাইন, তুলে ফেলা হবে পিচের আস্তরণ
আরও পড়ুন
ট্রামের ঘণ্টাও শুনতে পাননি জীবনানন্দ, মৃত্যুর আগে কমলালেবু খেতে চেয়েছিলেন একটা
Powered by Froala Editor