আগুন কাকে না পোড়ায়! সেই আগুনের হাত থেকে তাই আমরা সকলে নিরাপদ থাকতে চাই। নিরাপদে থাকার দায়িত্ব যদি সাধারণ মানুষই পালন করেন, তাহলে এড়ানো যায় অনেক বিপদ। আর সেটা অন্যান্য আত্মরক্ষার শিক্ষার মত যদি ছোটবেলা থেকে পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা! এমনই এক ভাবনাকে সত্যি করে দেখাল ভার্জিনিয়ার একটি স্কুল।
চলতি মাস অর্থাৎ অক্টোবর পালিত হয় ‘অগ্নিনিরোধক মাস’ হিসেবে। আর এই মাসেই ভার্জিনিয়া ফায়ারহাউস নিয়েছে এক অভিনব পদক্ষেপ। ছোট ছোট ছেলেমেয়েদের আগুনের সঙ্গে লড়াই করে নিজেদের বিপদের হাত থাকে বাঁচানোর প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাটি। পাশাপাশি, আশেপাশে মানুষদের রক্ষার ট্রেনিং পাচ্ছে তারা।
স্কুলে ছেলেমেয়েদের পাঠ্যসূচির মধ্যেই রাখা হয়েছে ফায়ার স্টেশনে নিয়মিত যাওয়ার রুটিন। এছাড়াও, আগুনের গ্রাসে থাকা একটি প্রতীকী বাড়িও বানানো হয়েছে। শিশুরা হোসপাইপ দিয়ে সেই বাড়ির আগুন নেভানোর প্রশিক্ষণ নিচ্ছে। প্রতিকূল পরিস্থিতি এলে সামাল দেওয়ার জন্য এই জাতীয় ট্রেনিং যথেষ্টই উপকারী হতে পারে।