উটেদের জন্য ট্রাফিক সিগন্যাল, প্রাণী সুরক্ষায় পথ দেখাচ্ছে চিন

রাস্তার মাঝে থমকে দাঁড়িয়ে রয়েছে যানবাহন, মানুষজন। এখন উটেদের রাস্তা পারাপারের সময়। দল বেঁধে তারা পেরিয়ে যাচ্ছে হাইওয়ে। হ্যাঁ, তাদের জন্যও তৈরি ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। সম্প্রতি এমনই অভিনব ব্যবস্থা চালু হল উত্তর চিনে। সেখানে গনসু প্রদেশে তৈরি হল উটেদের জন্য পৃথিবীর প্রথম সিগন্যাল পোস্ট। একটি দুটি নয়, বিরাট পর্যটন এলাকা জুড়ে বিস্তৃত একের পর এক সিগন্যাল পোস্ট। সেখানে পথচারীদের রাস্তা পারাপারের পাশাপাশি আছে উটেদের রাস্তা পারাপারের জন্য বিশেষ সিগন্যাল। অভিনব এই ব্যবস্থা প্রাণী সুরক্ষার ক্ষেত্রে বিশেষ পথ দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

গনসু প্রদেশের মিংশা মাউন্টেন ও তার আশেপাশের অঞ্চল মিলিয়ে বিগত কয়েক বছর ধরে পর্যটন শিল্প ক্রমশ উন্নতি লাভ করেছে। আর মরুভূমি অঞ্চলের পর্যটকদের কাছে পরিবহণের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে মরুভূমির জাহাজ উট। তবে এর মধ্যেই বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে। পর্যটকদের আহত হওয়ার ঘটনা জানা না গেলেও বেশ কিছু উটের মৃত্যু হয়েছে গাড়ির ধাক্কায়। এবার সেই সমস্যার সমাধান করতেই বিশেষ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা নিয়ে এল গনসু প্রশাসন।

রেশমপথ পেরিয়ে চৈনিক জনজাতির প্রথম বসতি তৈরি হয়েছিল এই গনসু প্রদেশেই। তারপর থেকে তৈরি হয়েছে ইতিহাসের এক ভিন্ন ধারা, এক ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য। মিংশা পর্বত ছাড়াও এখানে রয়েছে মোগাও গুহামন্দির, ইয়ুমেন পাস। এর কিছু দূরেই চিনের বিখ্যাত প্রাচীর। সব মিলিয়ে এক অন্য চিন যেন ছড়িয়ে রয়েছে সারা মরু অঞ্চল জুড়ে। করোনা অতিমারীর কারণে এতদিন পর্যটন ব্যবস্থা স্তব্ধ হয়ে ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আবারও শুরু হয়েছে মানুষের আনাগোনা। তবে নতুন করে পর্যটন শিল্প যখন প্রাণ ফিরে পাচ্ছে, তখনই পৃথিবীর সামনে এক বৈপ্লবিক ব্যবস্থা হাজির করল চিন। আগামী দিনে পৃথিবীর অন্যান্য প্রান্তেও প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে পথ দেখাতে পারে এই ট্রাফিক ব্যবস্থা।

Powered by Froala Editor

আরও পড়ুন
বিগত ১০ বছরে ভারতে হিংস্রতার শিকার ৫ লক্ষ প্রাণী

Latest News See More