সারা পৃথিবীতে করোনা পরিস্থিতি যত খারাপ সময়ই ডেকে নিয়ে আসুক, সেইসঙ্গে একটি সুখবর নিয়ে এসেছিল প্রকৃতির জন্য। দীর্ঘদিন সমস্ত কলকারখানা এবং অন্যান্য কাজ বন্ধ থাকায় দূষণের পরিমাণ কমেছে ক্রমশ। আর এর প্রভাব পড়েছে এদেশেও। ঠিক যেমন যমূনা নদীর দৃশ্য দেখে অবাক হয়েছেন মানুষ। এই তো এপ্রিল মাসে, যমুনা নদীর ছবিতে দেখা গিয়েছিল এক অদ্ভুত নির্মল চেহারা। সেই আতঙ্কের সাদা বিষাক্ত ফেনা নেই কোথাও।
সেইসময় দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাত্র মাসখানেক লকডাউনেই যমুনা নদীর দূষণের পরিমাণ ৩৩ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। কিন্তু সেইসঙ্গে পরিবেশকর্মীরা সতর্ক করেছিলেন, সরকার যদি এই পরিস্থিতিতে উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে লকডাউনের পরেই আবার সেই বিষাক্ত ফেনা দেখা যাবে। আর বাস্তবেও দেখা গেল তাই। শুক্রবার সকালে আবারও দেখা যায় ওখলা ব্রিজের কাছে আবারও তৈরি হচ্ছে সাদা ফেনা।
লকডাউনের সময় কলকারখানা বন্ধ থাকায় শহরের আবর্জনা নদীতে মেশেনি। কিন্তু যে মুহূর্তে আবার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, তখনই দূষণের কড়াল গ্রাসে পড়েছে যমুনা নদী। এই পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ন্যাশানাল গ্রিন ট্রাইবুনাল। সেই নির্দেশ অনুযায়ী দিল্লি সরকার খুব তাড়াতাড়ি বর্জ্য নিষ্কাশনের উপর কর বসাতে পারে। কিন্তু এর পরেও কি নিয়ন্ত্রণে আনা যাবে যমুনার পরিস্থিতি? লকডাউনের সময় যেভাবে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ভিড় জমিয়েছে যমুনার দুপাশে, তাদের কি আর দেখা যাবে কোনোদিন?
Powered by Froala Editor
আরও পড়ুন
জমছে প্লাস্টিকের বর্জ্য, আবারও দূষণের শিকার ইংল্যান্ডের ‘গর্ব’ টেমস নদী