শিথিল হল নিয়ম, ‘দুর্ভেদ্য’ ফোর্ট উইলিয়ামে যেতে পারবেন সাধারণ মানুষও

কলকাতার ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে যেসব জায়গা ওতপ্রোতভাবে জড়িত, ফোর্ট উইলিয়াম তাদের মধ্যে নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবে। ইতিহাস এবং বর্তমান— সব মিলিয়েই টিকে আছে এটি। কিন্তু এতদিন সাধারণ মানুষদের জন্য এখানে প্রবেশ নিষিদ্ধ ছিল। সম্প্রতি সেই নিয়ম শিথিল করা হচ্ছে। এবার থেকে প্রতি রবিবার ফোর্ট উইলিয়ামের ঐতিহাসিক জায়গাগুলি ঘুরে দেখতে পারবেন দর্শকরা।

ফোর্ট উইলিয়ামের সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ ভারতের ইতিহাস। বণিকের মানদণ্ড, রাজদণ্ড হয়ে ওঠার সাক্ষী এই দুর্গ। তবে একবার নয়, দু’দুবার তৈরি হয়েছিল এটি। ১৬৯৬ সালে প্রথমটি তৈরি হয়। এটিই ছিল আদি ফোর্ট উইলিয়াম। আজকের জেনারেল পোস্ট অফিস, কাস্টমস হাউজ-সংলগ্ন অঞ্চলে ছিল এর অবস্থান। ১৭৫৬ সালে নবাব সিরাজ-উদ-দৌলার কলকাতা আক্রমণের সময় এই দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই অন্য একটি সুরক্ষিত দুর্গ তৈরির প্রয়োজন অনুভব করছিলেন ব্রিটিশরা। পলাশির যুদ্ধের পর, ১৭৫৮ সালে রবার্ট ক্লাইভের আমলে এখনকার ফোর্ট উইলিয়ামের নতুন ভবনটি তৈরি শুরু হয়। যা শেষ হয় ১৭৮১ সালে। তখন থেকেই ব্রিটিশ রাজশক্তির অন্যতম প্রতীক হয়ে দাঁড়ায় ৭০.৯ হেক্টর জায়গা জুড়ে থাকা এই দুর্গ।

অষ্টভুজাকৃতি এই দুর্গটি বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর দখলে। পূর্বাঞ্চলের সেনার সদর দফতর এখানে অবস্থিত। আর সেই জন্যই এখানে অনুমতি ছাড়া কারোর প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে এবার সাধারণ দর্শকদের জন্য এই নিয়মে একটু ছাড় দেওয়া হচ্ছে। সম্প্রতি ‘সেনা দিবস’-এর দিন ঘোষণা হল, এবার থেকে প্রতি রবিবার দর্শকদের জন্য খোলা থাকবে ফোর্ট উইলিয়ামের কিছু অংশ। সেখানকার ইতিহাস, ঐতিহাসিক বাড়ি, যাদুঘর সমস্ত কিছু দেখতে পারবেন দর্শকরা। স্বভাবতই, এই ঘোষণায় খুশি কলকাতাবাসী।

Latest News See More