সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে তৈরি হচ্ছেন, প্রতিদিনের ব্যস্ত রুটিন। আর তখনই আপনার মনে পড়বে, না কোনো তাড়া নেই। বরং রাস্তায় বেরোলেই করোনার সংক্রমণের ভয়। অথচ এই লম্বা ছুটিটাও যেন বিরক্তিকর লাগছে। কোথাও যে দুদিন ঘুরে আসবেন, সেই সুযোগও নেই। আর বিদেশে যেতে চাইলে তো কোনো কথাই নেই।
আরও পড়ুন
এসেছেন রবীন্দ্রনাথ-বিবেকানন্দও, বাগবাজারে নিবেদিতার বাড়ি বদলে গেল মিউজিয়ামে
ভাবছেন তাহলে কী করবেন? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ধরুন ডি'ওরসে মিউজিয়াম থেকে দেখে আসা যাক ভ্যান গঘের আত্মপ্রতিকৃতি। আর তারপর চলুন গগেনহেইম মিউজিয়ামে। দেখে আসা যাক 'রেড লিলি প্যাডস' ছবিটি। একা একা সময় কাটছে না, এর মধ্যে এমন একটা সুযোগ পেলে কার না ভালো লাগে? কিন্তু ভাবছেন তো, এমনটা কী করে সম্ভব? একটা প্যারিসে তো আর একটা নিউ ইয়র্কে!
আরও পড়ুন
মিউজিয়াম থেকে চুরি গেল মোনালিসা, নকল ছবি বিক্রি করে কোটিপতি আর্জেন্টিনার ব্যবসায়ী
ঘর থেকে দু'পা বেরোতে গেলেই যখন ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, তখন এমন সুযোগ শুনলে প্রথমেই অবিশ্বাস্য ঠেকতেই পারে। কিন্তু অবিশ্বাস্য হলেই এটাই সত্যি। ঘরে বসেই এবার ঘুরে আসতে পারেন ২,৫০০ মিউজিয়াম। ঘরের মধ্যে আটকে পড়া মানুষের জন্য এমন সুযোগই নিয়ে এল গুগল। বিশ্বের প্রথম সারির মিউজিয়ামগুলিকে যুক্ত করে ‘গুগল আর্ট অ্যান্ড কালচার’ নিয়ে এল এক ভার্চুয়াল ট্যুরের সুযোগ। কম্পিউটার হোক বা স্মার্ট ফোন, ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি চলে বেরিয়ে পড়তে পারেন কয়েক ঘণ্টার সফরে। আর তার মধ্যেই ঘুরে আসতে পারেন পৃথিবীর এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। এই ভার্চুয়াল ট্যুরে আপনি দেখে আসতে পারেন মোটামুটি ৩৫,০০০টি পৃথিবী বিখ্যাত ছবি। শুধু তাই নয়, সেইসঙ্গে জানতে পারবেন সেগুলোর নানা ইতিহাসও। আর এই সবটাই এখন হাতের মুঠোয়।
আরও পড়ুন
বৌদ্ধযুগের পাত্রের মধ্যে খোদ বুদ্ধের দেহাংশ! রয়েছে এই কলকাতাতেই
লম্বা কর্মবিরতির মধ্যে গুগলের এই উদ্যোগ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আপনিও অংশ নিতে পারেন এই সফরে। রোজকার রুটিন তো বদলেই গিয়েছে। জীবনে বরং একটু রঙের ছোঁয়াই লাগুক।