সৌমিত্র, সব্যসাচীর পর টোটা - বাঙালি কি আপন করে নেবে সৃজিতের এই ফেলুদাকে?

বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে যেসব কল্পচরিত্র, তাদের মধ্যে একদম প্রথম সারিতেই থাকবে ফেলুদা। ষাটের দশকে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ দিয়ে শুরু, তারপর থেকে বাঙালির মনে স্থায়ী আসন পেয়েছে ফেলুদা। সত্যজিৎ রায়ের হাত ধরে প্রথমে বইয়ের পাতায়, তারপর চলচ্চিত্রে। সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভুলতে পারবেন না কেউই। তারপর সন্দীপ রায়ের পরিচালনায় টেলিফিল্ম ও পরে বড় পর্দায় ফেলুদা হিসেবে আবির্ভাব সব্যসাচী চক্রবর্তীর। দীর্ঘদিন তিনিও কাজ করেছেন চুটিয়ে। মাঝে একটি সিনেমায় আবীর চট্টোপাধ্যায় ও ওয়েব সিরিজে পরমব্রত চট্টোপাধ্যায় বিশেষ জনপ্রিয়তা পাননি। সম্প্রতি, টোটা রায়চৌধুরীর ফেলুদার ভূমিকায় অভিনয় নিয়ে সেই প্রশ্নই উঠে আসছে আরেকবার।

কয়েকদিন আগেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন ওয়েব সিরিজের কথা ঘোষণা করেছিলেন। ‘ফেলুদা ফেরত’ নামের সেই সিরিজটিই সৃজিতের প্রথম ওয়েব সিরিজ। তখনও ফেলুদা বা তোপসের নাম জানাননি তিনি। জটায়ু হিসেবে ঠিক করা হয়েছিল অনির্বাণ চক্রবর্তীকে। আজ সৃজিত জানালেন, ফেলুদার চরিত্রে বেছে নেওয়া হয়েছে টোটা রায়চৌধুরীকে।

এর আগে, সন্দীপ রায়ের পরিচালনায় ‘টিনটোরেটোর যীশু’তে একটি ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল টোটাকে। যদিও সব্যসাচীময় সেই সিনেমায় খুব বেশি জায়গা পাননি টোটা। তবে স্বল্প সময়েও দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি। এবার খোদ ফেলুদার চরিত্রে তাঁর অভিনয় কেমন হয়, সে-অপেক্ষাতেই রয়েছেন ফেলুদাপ্রেমীরা।

Latest News See More