বাজার থেকে কচ্ছপ কিনে সমুদ্রেই ফিরিয়ে দিলেন দুই 'পাগল'

আইইউসিএন আগেই সামুদ্রিক কচ্ছপের কিছু প্রজাতিকে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত করেছিল। কমতে কমতে সেই সংখ্যাটা এখন তলানিতে এসে ঠেকেছে। কিন্তু তাতেও পৃথিবীর বেশ কিছু দেশে কচ্ছপের মাংস ও খোলসের জন্য তাদের প্রতিপালন হয়।

এমন খবর শুনে আমার আপনার মতই হকচকিয়ে গিয়েছিলেন অ্যারন কুলিং ও মার্ক। এরকমই কিছু দেশ হল পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া, মেক্সিকো। পাপুয়া নিউগিনির লোকাল মার্কেটে তাঁরা দেখেন দুটি সামুদ্রিক কচ্ছপ বিক্রি করা হচ্ছে। সেগুলি খাদ্য হিসেবে ব্যবহার করা হবে জেনেই পঞ্চাশ ডলার দিয়ে কিনে নেন ওই কচ্ছপদুটিকে। নিরাপদ স্থানে নিয়ে গিয়ে, সেগুলিকে আবার সমুদ্রেই ছেড়ে দেন। শুধু একটি-দুটি নয়, ১০টি কচ্ছপ কিনে তাদের স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দিয়েছেন অ্যারন ও মার্ক। তাঁদের এই প্রচেষ্টাই প্রশংসা পেয়েছে সর্বত্র।

Latest News See More