এদেশে ঘূর্ণিঝড় বলতে আমরা সাধারণত শক্তিশালী সাইক্লোনের সঙ্গেই পরিচিত। টর্নেডো ধরনের ঝড় সাধারণত আরও উত্তরের দিকে সংঘটিত হয়। তবে এই করোনা পরিস্থিতিতেই পণ্ডিচেরী সমুদ্র উপকূলে দেখা দিয়েছে টর্নেডো। আর ক্রমশ গোদাবরী নদী ধরে সেই ঝড় এগিয়েও আসছে স্থলভাগের দিকে।
গত শুক্রবার দুপুরে উপকূলে আছড়ে পড়ে এই টর্নেডো। তবে এটি যে কোনো শক্তিশালী সাইক্লোন নয়, সেকথা স্পষ্ট করেছেন স্থানীয় প্রশাসনিক অফিসার শিবরাজ মীনা। এখনও অবধি এই ঝড়ের প্রভাবে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও বেশ কিছু ঘরের টিনের ছাউনি উড়ে গিয়েছে।
তবে ঝড় তেমন বিধ্বংসী না হওয়ায় এলাকায় আতঙ্ক খুব বেশি ছড়ায়নি। বরং স্থানীয় অনেক মানুষ ঝড়ের নয়নাভিরাম দৃশ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। সেই সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন অনেকেই। কারণ, এদেশে টর্নেডো অত্যন্ত বিরল একটি ঘটনা। সাত বছর আগে, চেন্নাইয়ের এন্নোর শহরে শেষ দেখা গিয়েছিল টর্নেডো। তারপর ২০১৭ সালে বঙ্গোপসাগরের তীরে খানিকটা জলোচ্ছ্বাস দেখা দিলেও সেটা টর্নেডোতে পরিণত হয়নি। অতএব এমন বিরল একটি ঘটনাকে ঘিরে আতঙ্কের পাশাপাশি আকর্ষণও যে তৈরি হবে, তাতে আর আশ্চর্য কী?
Powered by Froala Editor
আরও পড়ুন
ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত তাজমহল, ভেঙে পড়ল মার্বেল ও রেলিং