স্থায়ী ‘প্রাইড হাউস’ তৈরির পথে টোকিও, অলিম্পিকের ইতিহাসে প্রথম

দুই বিশ্বযুদ্ধ ছাড়া অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাস কখনো থেমে থাকেনি। তবে এই প্রথম ভাইরাসের সংক্রমণে ১ বছর পিছিয়ে গেছিল অলিম্পিক। তবে করোনার দৌরাত্ম না কমলেও বজায় থাকবে এই সূচি। ২০২১-এর ২৪ জুলাই থেকেই শুরু হবে ‘ওয়ার্ল্ড’স গ্রেটেস্ট শো’। তবে এর পাশাপাশিই আরও একটি ইতিহাসের সাক্ষী হতে চলেছে ২০২১-এর অলিম্পিক। পৃথিবীতে প্রথমবারের জন্য টোকিওয় তৈরি হচ্ছে স্থায়ী প্রাইড হাউস।

যদিও অলিম্পিকের আগের আসরগুলিতেও একইরকম উদ্যোগ নিয়েছিল সংশ্লিষ্ট দেশগুলি। তবে কোনো দেশই স্থায়ী প্রাইড হাউস তৈরি করেনি। সমকামিতা এবং তৃতীয় লিঙ্গের মানুষদের ব্যাপারে সচেতনতা গড়ে তোলার জন্যই এই উদ্যোগ নিয়েছে জাপানের প্রশাসন। আগামী ‘কামিং আউট ডে’ ১১ অক্টোবরেই আয়োজকরা খুলে দিচ্ছেন টোকিওর এই প্রাইড হাউসের দরজা। প্রথমবারের জন্য যা খাতায় কলমে সমর্থন করেছেন অলিম্পিকের আন্তর্জাতিক কমিটিও।

উল্লেখ্য সমকামী বিবাহ এখনও বেআইনি জাপানে। পাশাপাশিই এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি খানিকটা নিচু চোখেই দেখে জাপানের সমাজ। জড়িয়ে রয়েছে কুসংস্কার, হয়রানি এবং বৈষম্য। সেখান থেকেই দৃঢ় একটা বার্তা পাঠানোর জন্যই এই উদ্যোগ। এই প্রকল্পকে সমর্থনকারী অন্যতম সংস্থা গুড এজিং ইয়েলের মতে, একমাত্র শিক্ষা এবং প্রচারের মাধ্যমেই এই অবস্থার উন্নতি ঘটানো একমাত্র সম্ভব।

জাপানের প্রাক্তন জাতীয় খেলোয়াড় ফিউমিনো সুগিয়ামা জানিয়েছেন, তাঁর খেলা ছাড়ার পরবর্তী ১৫ বছরে বেশ কিছু বদল এসেছে। তবে এখনও অনেক খেলোয়াড়ই তাঁদের নিজেদের আসল পরিচয় সামনে আনেন না। খুব কম সংখ্যক এলজিবিটি সম্প্রদায়ের খেলোয়াড়ই প্রকাশ্যে জীবনযাপন করেন জাপানে। তাঁদের নতুন করে ভরসা দেবে এই উদ্যোগ, এমনটাই মনে করছেন তিনি।

আরও পড়ুন
ইংল্যান্ডের মাটিতে, তাদেরই হারিয়ে প্রথম অলিম্পিক পদক; সদ্য-স্বাধীন ভারতের ‘প্রতিশোধ’

Powered by Froala Editor

আরও পড়ুন
২০২১-এও বাতিল টোকিও অলিম্পিক? সংশয়ের মুখে ভবিষ্যৎ

Latest News See More