বাসস্ট্যান্ডের গা ঘেঁষে রয়েছে ছোট্ট একটি পুলিশ আউট-পোস্ট। এমনটা তো সব জায়গাতেই থাকে। তবে তামিলনাড়ুর (Tamil Nadu) বাল্লিয়ুর বাসস্ট্যান্ডের পুলিশ আউটপোস্টের চেহারাটা যেন হঠাৎ বদলে গিয়েছে। সেখানে পুলিশ আউটপোস্টের গা ঘেঁষে তৈরি হয়েছে আস্ত একটি লাইব্রেরি। বাসের প্রতীক্ষায় থাকা মানুষ অবসর সময়টুকু কাটাচ্ছেন বইয়ের পাতা উল্টেই। কেউ বা আবার স্কুল-কলেজের পড়ুয়া। শহরে এসেছিলেন পড়াশোনার জন্য। গ্রামে ফিরে যাওয়ার আগে একবার পাঠ্যবইয়ের পাতাগুলোতেই চোখ বুলিয়ে নিচ্ছেন। বাল্লিয়ুর (Valliyur) পুলিশের এই উদ্যোগ যেন সত্যিই এক নতুন উদাহরণ তৈরি করল।
এই পুরো পরিকল্পনার পিছনে রয়েছেন যে মানুষটি, তিনি বাল্লিয়ুর থানার ইনস্পেক্টর শাহুল হামিদ। মাত্র ৪ মাস আগে বদলি হয়ে এখানে আসেন হামিদ। আর তখন থেকেই এই লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনা করছিলেন তিনি। তবে পরিকল্পনা করলেই তো হবে না, প্রয়োজন পুঁজিও। আর লাইব্রেরি গড়ে তোলার ক্ষেত্রে পুঁজি বলতে বই। সেই সমস্যারও সমাধান হল। বাল্লিয়ুর এবং পানাগুড়ি এলাকায় রাস্তায় রাস্তায় বসিয়ে দিলেন বই সংগ্রহের তহবিল। হামিদ এগুলির নাম রেখেছেন ‘বুক হুন্ডিয়ালস’। দেখতে দেখতে ভর্তি হয়ে উঠল সেই হুন্ডিয়ালগুলি। মাত্র মাস দুয়েকের মধ্যে দেখা গেল, সব মিলিয়ে প্রায় ৪৫০০ আলাদা আলাদা বই সংগ্রহ করা গিয়েছে।
লাইব্রেরি তৈরি করার সব সরঞ্জামই যখন প্রস্তুত, তখন হামিদ তাঁর সহকর্মীদের নিয়ে বেরোলেন একটা উপযুক্ত জায়গা নির্বাচন করতে। শেষ পর্যন্ত বাসস্ট্যান্ডের পাশের এই জায়গাটাই বেছে নিলেন তিনি। ২১ অক্টোবর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্বোধন হল লাইব্রেরিটির। আসলে পুলিশের উদ্যোগে লাইব্রেরি তৈরির উদাহরণ তামিলনাড়ুতে বেশ কয়েকটা রয়েছে। কিন্তু সাধারণ মানুষ থানার গেট টপকে সেই লাইব্রেরিতে ঢুকতে খানিকটা ভয়ই পান। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের এই দূরত্বটা মুছে দিতেই এমন একটা জায়গা বেছে নিয়েছেন তিনি। তাছাড়া, আশেপাশের নানা গ্রাম থেকে বাল্লিয়ুর শহরে আসেন বহু মানুষ। কেউ কেউ পড়াশোনা করেন। কেউ আবার আসেন রোজগারের উদ্দেশ্যে। তাঁদের অনেকেরই প্রাথমিক শিক্ষাটুকুও সম্পূর্ণ হয়নি। এই লাইব্রেরির ভিতর দিয়ে সেই সমস্ত মানুষদের মধ্যেই শিক্ষার আলো পৌঁছে যাবে বলে আশাবাদী ইনস্পেক্টর হামিদ।
আরও পড়ুন
১১৮টি পঞ্চায়েতেই লাইব্রেরি, বিরল নজির ঝাড়খণ্ডের জামতাড়ায়
Powered by Froala Editor
আরও পড়ুন
ক্যানসার-আক্রান্তদের জন্য লাইব্রেরি তৈরি ৯ বছরের বালিকার