বাঘের মুখে ‘নিষিদ্ধ’ প্লাস্টিকের ড্রাম, সংরক্ষিত অরণ্যের ছবিতে চাঞ্চল্য

দেশের বিপন্ন পশুপাখিদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীন ব্যবহারের কথা শোনা যায় প্রায়ই। সম্প্রতি করবেট টাইগার রিজার্ভের একটি ঘটনা সেই আলোচনাকেই উস্কে দিয়ে গেল। গত ৩০ জানুয়ারি পর্যটকদের তোলা একটি ছবিতে দেখা যায়, কয়েকটি বাঘ একটি প্লাস্টিকের ড্রাম চিবিয়ে খাওয়া চেষ্টা করছে। সেই ছবি কর্তৃপক্ষের হাতে পৌঁছতেই তাঁরা নড়েচড়ে বসেন। তৈরি হয় বিশেষ তদন্ত কমিশনও।

করবেট টাইগার রিজার্ভ একটি প্লাস্টিক মুক্ত অঞ্চল। পর্যটকদেরও প্লাস্টিকের কোনো দ্রব্য নিয়ে যেতে দেওয়া হয় না। প্লাস্টিকের প্রভাবে বাঘেদের নানারকম শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। সেখানে একটি বড়ো প্লাস্টিকের ড্রাম কীভাবে বনের মধ্যে এসে পড়ল, সেই ব্যাপারে তদন্তের প্রয়োজন আছে বলেই মনে করছেন ডেপুটি ডিরেক্টর চন্দ্রশেখর যোশী। রামগঙ্গা নদী-তীরবর্তী বনাধিকার পর্ষদকেও এই ব্যাপারে সহযোগিতার জন্য জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের অনুরোধ করা হয়েছে, নদীতে কোনো ভারী বর্জ্য পদার্থ যেন ফেলা না হয়, সেই দিকে নজর রাখতে। ছবিতে চিহ্নিত বাঘগুলির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কোন অবনতি হয়েছে কিনা, সেবিষয়ে তদন্ত করার জন্য তাদের বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে।

তবে এই ঘটনা প্রকাশ্যে আসায় সমালোচনার শিকার হয়েছে কর্তৃপক্ষ। দেশের বিপন্ন বন্যপ্রাণ রক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো সচেতন হওয়া উচিত বলে মনে করছেন অনেকেই।

Latest News See More