এতে আদৌ বাঘের কোনো উপকার হবে কিনা, তা জানা নেই, তবে ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলির ওপর একটি সমীক্ষায় সম্প্রতি উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। অনুমান করা হচ্ছে যে, প্রতি এক টাকা বিনিয়োগে, প্রতি সংরক্ষণ কেন্দ্র থেকে প্রায় ২৫০০ টাকা ফেরত আসে। এই সমীক্ষাটি করা হয়েছিল দেশের পঞ্চাশটি সংরক্ষণ কেন্দ্রের মধ্যে মাত্র দশটিতে। তাতে এও জানা গেছে, প্রত্যেকটি কেন্দ্র সর্বনিম্ন প্রায় ৩৪৭ টাকা থেকে সর্বোচ্চ ৭৪৮৮ টাকা লাভ করে।
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ও ন্যাশানাল টাইগার কনসারভেশন অথরিটির যৌথ উদ্যোগে দশটি সংরক্ষণ কেন্দ্রের ২৭টি বাস্তুতন্ত্রের অর্থনৈতিক মূল্য বিশ্লেষণ করা হয়েছে। এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি যথাক্রমে তামিলনাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা ও বিহারে অবস্থিত।
এই দশটি সংরক্ষণ কেন্দ্র সবমিলিয়ে বার্ষিক প্রায় ৫০৯৫ টাকা থেকে ১৬২০২ টাকা লাভ করে। ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জভাদেকার মনে করেন, ভারতের অর্থনৈতিক অগ্রগতির চালক এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি। গোটা দেশেই যেখানে বাঘের সংখ্যা ক্রমহ্রাসমান; পাশাপাশি হাইওয়ে, ট্রেনের লাইন ইত্যাদি তৈরির কারণে বনাঞ্চল বিপন্ন, সেখানে এই হিসেব-নিকেশ আদৌ কতটা প্রভাব ফেলবে, এখন তাই দেখার।