রাজকীয় মেজাজ তার, তেমনই চাহনি। সেই ভঙ্গি দেখতেই ভিড় জমে চিড়িয়াখানায়। এবার সেই ‘গুরুগম্ভীর’ মানুষটিই করোনায় আক্রান্ত। থুড়ি, মানুষ নয়, বাঘ! সম্প্রতি আমেরিকার চিড়িয়াখানায় হানা দিল করোনা ভাইরাস। এবার তার শিকার একটি মালায়ান বাঘ। পশুটির নমুনা পরীক্ষা করে এমন খবর নিশ্চিত করলেন ডাক্তাররা। শুধু একটি নয়, আরও ছ’টি বাঘ আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
এই প্রথমবার কোনো এক বন্য জন্তুর করোনা সংক্রমণ ধরা পড়ল। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ব্রঙ্কস জু-তে। আক্রান্ত বাঘটির বয়স চার বছর, নাম ‘নাদিয়া’। বেশ কয়েকদিন ধরেই তার শারীরিক লক্ষণ ভালো যাচ্ছিল না। ডাক্তারদের পর্যবেক্ষণে ছিল সে। সন্দেহ ছিল করোনার। সম্প্রতি সেটাই নিশ্চিত করল আমেরিকার ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার। মনে করা হচ্ছে, চিড়িয়াখানারই কোনো এক কর্মীর থেকে এই রোগ ছড়িয়েছে নাদিয়ার মধ্যে। শুধু নাদিয়াই নয়, আরও ছ’টি বাঘকে নজরে রাখা হয়েছে। প্রাথমিক লক্ষণ অনুযায়ী, তাদেরও করোনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, ওই চিড়িয়াখানার বাকি প্রাণীদের শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়াও শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু বিজ্ঞানীরা আপাতত বন্য বাঘের দেহে করোনা সংক্রমণ নিয়ে চিন্তায়। এর আগে পোষ্যদের দেহে করোনা হানার নমুনা পাওয়া গেছে। বেলজিয়াম, হংকং ইত্যাদি জায়গায় কুকুর, বিড়াল-সহ অন্যান্য গৃহপালিত প্রাণী রোগাক্রান্ত হয়েছে। কিন্তু বন্য পশুর এমন সংক্রমণের ঘটনা এই প্রথম। এই বিষয়টাই ভাবাচ্ছে প্রাণীবিদদের।