এখনও আমফানের ঘা টাটকা রয়েছে। বাংলার বুকে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। কিন্তু বৃষ্টির হাত থেকে এখনও রেহাই নেই কারোর। আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবারে দক্ষিণবঙ্গের কাছে তৈরি হতে পারে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, কালবৈশাখীরও পূর্বাভাস রয়েছে।
শতাব্দীর প্রথম সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে দক্ষিণবঙ্গ ছারখার হয়ে গেছে। এখনও অনেক জায়গায় বিদ্যুৎ আসেনি; বিদ্যুতের খুঁটি, গাছ উপড়ে পড়ে আছে। প্রবল ক্ষতির সামনে পড়েছে কলকাতা – দুই চব্বিশ পরগণা। মালদহ, নদীয়াতেও ব্যাপক প্রভাব পড়েছিল। কিন্তু দুর্যোগ যে এখনই কাটছে না, সেটাই মনে করিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্বাভাস তাঁদের। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কালবৈশাখীর সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। এমন মুহূর্তে সিঁদুরে মেঘ দেখছে বঙ্গবাসী।
এমনিতেই বর্ষার মরসুম প্রায় চলেই এল। আমফান মৌসুমি বায়ুকে আরও সক্রিয় করে দিয়েছে। কাজেই বৃষ্টি আর ঝড় এখন চলবে। তবে কালবৈশাখী ঠিক কখন, কোথায় হবে সেটা এখনই বলা যাচ্ছে না বলে জানান বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই সোমবার থেকে মালদহ, বীরভূমে বৃষ্টি হয়েছে। উত্তরেও চলছে বৃষ্টি। আমফান পরবর্তী পরিস্থিতিতে আবারও সংশয়ে বাংলা।
Powered by Froala Editor