ডাক্তারদের গ্রামমুখী করাতে নেওয়া হল এই উদ্যোগ

ভার্জিনিয়ার বার্থপ্লেস অব কান্ট্রি মিউজিক। ফিল্ড ট্রিপে এসেছে একদল ছেলেমেয়ে। কেউ হেডফোন দিয়ে ১৯২৭-এর রেকর্ডিং সেশন শুনছে। কেউ করছে রাফটিং, কেউবা বাইক রাইডিং। কুইলিন কলেজ অব মেডিসিন নামক কলেজ থেকে কাছের গ্রাম অ্যাপালেশিয়া-তে এক্সকার্শনে আনা হয়েছে হবু ডাক্তারদের।

কিন্তু কেন? শুধুই চারপাশের দৃশ্য দেখা আর এলাকার মানুষের জীবনযাত্রার বিষয়ে জানার জন্য? শুধু এই কারণই নয়, এই সফরের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের ডাক্তারদের গ্রামে চিকিৎসার জন্য উদ্বুদ্ধ করাও।

গ্রামের মানুষদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যই ডাক্তার নেই এখানে। তাই ইস্ট টেনেসি ইউনিভার্সিটির এই কলেজ গ্রামের মানুষদের পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে। কুইলিনের মত আমেরিকার অন্যান্য কলেজও এই উদ্যোগ নিয়ে থাকে। কলোরাডো স্কুল অব মেডিসিনের ছাত্রছাত্রীরা গ্রামের মানুষদের সাক্ষাৎকার নেওয়ার পাশাপাশি মুখ্য পুলিশ কর্তা ও মেয়রের সঙ্গেও দেখা করেন।

https://www.youtube.com/watch?v=GzAXxWJriOw

নতুন প্রজন্মের ডাক্তারদের এইভাবে গ্রামমুখী করার উদ্যোগ সাধুবাদ দেওয়ার অপেক্ষা রাখে না। ভবিষ্যতে ভারত ও বাংলাদেশ এমন উদ্যোগ নিলে, গ্রামবাংলাতেও উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার আশা করাই যায়।