গায়ক হতে চান এই ডেলিভারি বয়, দেখুন ভিডিও

চারপাশে এমন অসংখ্য শিল্পী রয়েছেন, যাঁরা যথেষ্ট সম্মান পেলেনই না কোনোদিন। পৃষ্ঠপোষকতার অভাবে মেলে ধরতে পারলেন না নিজেদের পারদর্শিতা। কিংবা হয়তো রুটিরুজির পিছনে ছুটতে গিয়ে এককোণে ঠেলে দিয়েছেন স্বপ্নগুলোকে। তবু মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। তরুণরা এখনও মেরে ফেলেনি তাদের মনের কোণে লুকিয়ে থাকা ইচ্ছেদের।

তেমনই এক তরুণ প্রাণজিৎ হালুই। জীবিকার প্রয়োজনে কাজ করেন জ্যোম্যাটো নামক অনলাইন ফুড ডেলিভারি সংস্থায়। অর্ডার হওয়া খাবার লোকের বাড়ি পৌঁছে দিয়ে আসাই তাঁর কাজ। এককথায়, ডেলিভারি বয়। জোম্যাটোর প্রোফাইলে তাঁর সম্পর্কে লেখা – ‘কোনো একদিন গায়ক হয়ে উঠতে চান তিনি।’

দিন দুয়েক আগে, অনির্বাণ চক্রবর্তী নামের এক নাগরিক জোম্যাটোয় খাবার অর্ডার দেন। সেখানেই ডেলিভারি বয় প্রাণজিতের সম্পর্কে ওই কথাটি দেখতে পান। আশ্চর্য হয়ে যান প্রাণজিতের ইচ্ছের কথা পড়ে। খাবার দিতে এলে, অনির্বাণবাবু প্রাণজিৎ-কে করেন একটি গান গেয়ে শোনানোর জন্য। প্রাণজিৎ হতাশ করেননি তাঁকে। সুরেলা গলায় গেয়ে শুনিয়েছেন গান। সেই গানের ভিডিও ফেসবুকে পোস্ট করেন অনির্বাণবাবু। সঙ্গে অনুরোধ, সকলে মিলে যেন প্রাণজিৎকে তাঁর স্বপ্নপূরণে সাহায্য করে।

দেখুন ভিডিও

https://www.facebook.com/anirban.cha/videos/2558365087528921/

এমন সুরেলা কণ্ঠের অধিকারী প্রাণজিৎ তাঁর গানের যোগ্য সমাদর যেন পান, এই চাওয়াটুকু রইল।

Latest News See More