তিমিদের বাঁচাতে নিজেদের জীবনও বিপন্ন করছেন এঁরা

বিদেশে তিমি শিকারের কথা নিশ্চয়ই কারও অজানা নয়। প্রায় প্রতিবছরই প্রচুর শিকারি মাংস, চর্বি ইত্যাদির লোভে তিমি শিকার করে থাকে। যার ফলে ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে সর্ববৃহৎ স্তন্যপায়ীরা। সেই শিকারের হাত থেকে এদের বাঁচাতে বেশ কিছু সংগঠন এবং মৎস্যজীবীর দল এখন উঠে পড়ে লেগেছেন। নিজেদের জীবন বিপন্ন করেও তাঁরা কাজ করে যাচ্ছেন।

তিমির বিভিন্ন প্রজাতিগুলির মধ্যে অন্যতম হল নর্থ আটলান্টিক রাইট হোয়েল। মূলত কানাডা, নোভা স্কোটিয়ার কাছে এদের বেশি দেখা যায়। তিমিদের মধ্যে অন্যতম বড় ও শান্ত স্বভাবের এই প্রজাতিটি বহু বছর ধরেই শিকারিদের সহজ টার্গেট হয়ে উঠেছে। গোটা বিশ্বে বর্তমানে নর্থ আটলান্টিক তিমির সংখ্যা ৪০০-তে এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় তিমিদের বাঁচাতে এগিয়ে এসেছে ক্যাম্পোবেলো হোয়েল রেসকিউ টিম, মার্সের মতো বেশ কিছু সংস্থা। এদের সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কিছু মৎস্যজীবীরাও। সবাই মিলে দীর্ঘদিন ধরে শিকারিদের হাতে আটকে পড়া তিমিদের যেমন উদ্ধার করছেন, তেমনই আহত তিমিদের চিকিৎসারও বন্দোবস্ত করছেন। পুরো কাজটা তাঁদের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও, তিমিদের বাঁচাতে সেই সবকিছু করতে রাজি তাঁরা।

Latest News See More