প্রতিদিন একটু একটু করে বাড়ছে পৃথিবীর উষ্ণতা। আমরা দিব্যি টের পাচ্ছি। কিন্তু যা টের পাচ্ছি না, তা হল এভাবেই একটু একটু করে বাড়ছে ব্রহ্মাণ্ডের উষ্ণতাও। মহাকাশের প্রতিটি গ্যাসীয় কণা ক্রমশ উত্তপ্ত হয়ে পড়ছে। আর সম্প্রতি সেই ঘটনাই ধরা পড়ল বিজ্ঞানীদের গবেষণায়।
ওহিও স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিকল ফিজিক্সে বসে গবেষণা করলেন ওয়াই-কুয়ান চিয়াং। আর তাঁর পর্যবেক্ষণেই ধরা পড়ল এই ঘটনা। ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ প্রকাশিত গবেষণাপত্রে তিনি দেখিয়েছেন বিগত ১০ বিলিয়ন বছরে মহাকাশের গড় উষ্ণতা বেড়েছে প্রায় ১০ গুণ। আর এখন উষ্ণতা মোটামুটি ২ মিলিয়ন কেলভিনের আশেপাশে। যদিও এই ১০ বিলিয়ন বছরের গড় করলে উষ্ণতা বৃদ্ধির যে হার পাওয়া যাবে তা আমাদের একেবারেই অবাক করবে না। কারণ পৃথিবীর উষ্ণতা তার থেকে বহুগুণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর তার কারণ মানুষের নানা কর্মকাণ্ড। কিন্তু মহাকাশের বুকে এই উষ্ণতাবৃদ্ধি অবাক করেছে বিজ্ঞানীদের।
মহাকাশে যেখানে দূষণের প্রভাব এখনও প্রায় শূন্যের আশেপাশে, সেখানে এভাবে উষ্ণতাবৃদ্ধির কারণ কী? সে উত্তরও দিয়েছেন বিজ্ঞানী চিয়াং। প্রথমে তিনি বৃদ্ধির হারের একটি রেখাচিত্র তৈরি করেছেন। পৃথিবী থেকে অনেক দূরের গ্যাস, অর্থাৎ যাদের সময় অনেক পিছনে, তাদের উষ্ণতার সঙ্গে পৃথিবীর আশেপাশের গ্যাসের উষ্ণতার তুলনামূলক আলোচনা করেছেন তিনি। তাতে দেখিয়েছেন, ক্রমশ মহাকাশে ভারী বস্তু অর্থাৎ গ্রহ-নক্ষত্রের জন্মের সঙ্গে সঙ্গে বেড়েছে উষ্ণতা।
চিয়াং আরও দেখিয়েছেন যে ২০১৯ সালের পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানী জিম পেবেলসের গবেষণাতেও এই সম্ভাবনার কথা আছে। আর তাঁর পর্যবেক্ষণে সেটাই প্রমাণিত হল। মহাকাশের বুকে এমন আরও কত ঘটনাই রোজ ঘটে চলেছে। আমরা তার কত সামান্যই ধারণা করতে পারি।
Powered by Froala Editor