প্রতি ৬ সেকেন্ডে সাফ হচ্ছে ফুটবল মাঠের সমান বনভূমি, সাম্প্রতিক গবেষণায় চাঞ্চল্য

আমাদের চারপাশে জঙ্গল শেষ হয়ে আসছে ক্রমাগত। কিন্তু যদি হঠাৎ দেখেন, রাতারাতি সাফ হয়ে গিয়েছে একটি ফুটবল মাঠের সমান জঙ্গল! অবাক হচ্ছেন নিশ্চই। কিন্তু বাস্তবে প্রতি নিয়ত ঘটছে এমন ঘটনা। আর তার জন্য সময় লাগছে এক রাতের থেকে অনেক কম। মাত্র ৬ সেকেন্ড। পৃথিবীর শ্বাসযন্ত্র নামে পরিচিত ক্রান্তীয় বনভূমি অঞ্চলের বুক থেকে প্রতি ৬ সেকেন্ডে মুছে যাচ্ছে প্রায় ৬০ হাজার বর্গফুট আয়তনের জঙ্গল। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

মঙ্গলবার প্রকাশিত হয়েছে এই গবেষণার তথ্য। গ্লোবাল ফরেস্ট ইনস্টিটিউট থেকে প্রকাশিত এই তথ্য অনুযায়ী, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অরণ্য ধ্বংসের প্রবণতা। যদিও ২০১৬ এবং ২০১৭ সালের পর হঠাৎ কিছুটা কমেছে বনভূমি ধ্বংসের পরিমাণ। কিন্তু ২০১৯ সালে আবার সেটা এক ধাক্কায় বেড়ে যায়। যদিও মোট হিসাবের নিরিখে তা ২০১৬ সালের থেকে কম। কিন্তু বার্ষিক হার-বৃদ্ধির হিসাবে ২০১৯ সালের সমীক্ষা এই শতকের রেকর্ড। পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই প্রবণতা। ২০১৯ সালে ৩.৮ মিলিয়ন হেক্টর ক্রান্তীয় বনভূমি ধ্বংস হয়েছে, যা পৃথিবীর মোট ক্রান্তীয় অরণ্যের এক তৃতীয়াংশ। স্বাভাবিকভাবেই সমীক্ষার ফলাফল দেখে উদ্বেগে পরিবেশ বিশেষজ্ঞরা।

ক্রান্তীয় বনভূমির কথা বললেই প্রথম মনে আসে আমাজন উপত্যকার জঙ্গলের কথা। আর অরণ্য ধ্বংসের পরিমাণও সেখানেই সবথেকে বেশি। ইতিপূর্বে আমাজন সুরক্ষায় ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল সরকার এবং তার বিদেশনীতি। এছাড়াও গভীর সংকটে আছে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বনভূমিও। ইতিমধ্যে বনভূমির অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে। আর একবার ক্ষতি হয়ে গেলে আর কোনো সহজ সমাধান থাকে না। কয়েক দশক সময় লেগে যায় এই ক্ষত মেরামত করতে। তাই সচেতন হতে হবে প্রত্যেককেই। এগিয়ে আসতে হবে প্রতিটা দেশের সরকারকেও। বনভূমি বাঁচলেই বাঁচবে আমাদের অস্তিত্ব।

Powered by Froala Editor

আরও পড়ুন
একরাতের মধ্যেই উধাও সম্পূর্ণ জঙ্গল, বাসস্থান হারালেন ওড়িশার ৩২টি উপজাতি পরিবার