সেদিনের খরায় বিধ্বস্ত গ্রাম আজ ভরেছে সবুজে

দীর্ঘদিন খরায় বিধ্বস্ত ছিল এই গ্রাম। বিহারের সমষ্টিপুরের হরপুর বোচাহা। খুব একটি চেনাশোনা নাম নয়। বিখ্যাতও নয় খুব। কিন্তু এই গ্রামের গ্রামবাসীরাই দেখিয়ে দিয়েছেন, ইচ্ছে থাকলে সব হয়। ফলে, এককালের রুক্ষ গ্রামটি আজ সবুজে পরিপূর্ণ।

গ্রামের মানুষেরা নিজেরাই দায়িত্ব নিয়ে শুরু করেন বৃক্ষরোপণ। আর এর নেপথ্যে ছিলেন যিনি, তিনি হলেন গ্রামের পঞ্চায়েত প্রধান প্রেম শঙ্কর সিং। স্মৃতিচারণায় তিনি বলেন, যখন তিনি ২০০১ সালে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন তখন গ্রামে গাছের সংখ্যা হাতে গোনা যেত। বন্ধ্যাভূমিতে পরিণত হয়েছিল। এরপর ৩০০০ একর জমি কেটে পুকুর তৈরি হয়। চাষের জমিতে জল আনার জন্য ৩ কিলোমিটার খাল খনন করা হয়। শুরু করা হয় এভাবেই। এরপর গ্রামে আসে সবুজায়ন, গ্রামবাসীদের চেষ্টায়। অর্জিত হয় ‘পঞ্চায়েত এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ও।

পরিবেশ রক্ষার পাশাপাশি গ্রামবাসীরা পুকুরে মাছ চাষও করেন। গাছের ফল আর পোলট্রি ফার্মের কাজে রোজগারও আসে। গ্রামবাসীদের উদ্যোগেই হরপুর বোচাহা খরা অতিক্রম করে আজ শস্যশ্যামল।