অধিকাংশ মানুষই শতায়ু! পৃথিবীর বুকেই রয়েছে এমন 'ব্লু জোন'

বছর দুয়েক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট জানিয়েছিল, মানুষের গড় বয়স ৭৩.৪ বছর। কিন্তু যদি বলা হয় একটা গোটা অঞ্চলের মানুষের গড় আয়ু ১০০ বছর? হ্যাঁ, পৃথিবীর বুকেই এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে অধিকাংশ মানুষই শতায়ু স্পর্শ করেন। আর এই বিশেষ অঞ্চলগুলিই পরিচিত 'ব্লু জোন' হিসাবে।

২০০৪ সাল। সাসারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়ানি পেস এবং লুভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিশেল পৌলেন সর্বপ্রথম চিহ্নিত করেন এই বিশেষ অঞ্চলগুলিকে। জিরোন্টোলজির নিরিখে ইউরোপের গড় আয়ুর পরিসংখ্যানের বিশ্লেষণই ছিল তাঁদের গবেষণার মূল উদ্দেশ্য। আর সেখান থেকেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। ইতালির নুয়রো প্রদেশের সার্ডিনিয়া দ্বীপের মানুষদের গড় আয়ু শতাধিক বছর।  

২০০৫ সালে বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণা শুরু করেন মার্কিন লেখক ড্যান বিউটেনার। ২০১৫ সালে পৃথিবীর মানচিত্রেজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত ব্লু জোনগুলিকে চিহ্নিত করেন ড্যান। যার মধ্যে রয়েছে জাপানের ওকিনাওয়া, কোস্টা রিকার নিকোয়া পেনিনসুলা, গ্রিসের ইকারিয়া, ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা অঞ্চল। কিন্তু এই অদ্ভুত ঘটনার কারণ কী?

জলিবায়ুই এর অন্যতম কারণ, প্রাথমিকভাবে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। ভেবেছিলেন গবেষকরাও। উঠে এসেছিল জিনগত কোনো বৈশিষ্ট্যের সম্ভাবনাও। কিন্তু জিন বিশ্লেষণের পরেও তেমন কোনো রহস্যের সমাধান খুঁজে পাননি গবেষকরা। বরং, প্রত্যেকটি অঞ্চলের মধ্যে একটিই মিল খুঁজে পান তাঁরা। আর তা হল, অঞ্চলগুলি ভৌগলিকভাবে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। ফলে, দৈনিক যাপনও তাঁদের ভিন্ন অন্যদের থেকে। 

আরও পড়ুন
প্রয়াত শতায়ু ক্যাপ্টেন টম মুর, ইংল্যান্ড জুড়ে শোকের ছায়া

হ্যাঁ, খাদ্যাভাসের কথাই হচ্ছে। ফাস্ট ফুড ও প্রসেসড-ফুডের কম প্রচলনই সংশ্লিষ্ট অঞ্চলগুলির দীর্ঘায়ু পরোক্ষ কারণ হিসাবে উঠে আসে। অ্যালকোহলজাত পানীয় এবং ধূমপানের অভ্যাস না থাকাও অন্যতম কারণ।  পাশাপাশি সাম্প্রদায়িক ও সামাজিক বন্ধন এবং একান্নবর্তী পরিবারও দায়ী এই ঘটনার পিছনে। তা সামগ্রিকভাবে মানসিক প্রশান্তি প্রদান করে বলেই অনুমান গবেষকদের। এখন প্রশ্ন থেকে যায়, পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষও যদি স্থায়ী বাসিন্দা হয়ে ওঠে এই অঞ্চলগুলির, তবে তাঁদেরও কি দীর্ঘায়ুপ্রাপ্তি হবে? জানা নেই উত্তর...

আরও পড়ুন
৭০ বছর ধরে গ্রামের দরিদ্রদের শিক্ষাদান, পদ্মশ্রী পেলেন শতায়ু নন্দ প্রুস্তি

Powered by Froala Editor

আরও পড়ুন
স্প্যানিশ ফ্লু-তে হারিয়েছিলেন যমজ ভাইকে, করোনায় মারা গেলেন শতায়ু সৈনিক

Latest News See More