আমাজন আজও বিশ্ববাসীর কাছে রহস্য। বিজ্ঞানীরা নিরন্তর নানান ভাবে আমাজনকে আবিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে তারা পেলেন এমনই এক চমকপ্রদ সন্ধান।
পেরু ও আমেরিকান বিজ্ঞানীদের একটি দল ১৮ মিলিয়ন বছরের পুরানো পৃথিবীর সবচেয়ে ছোট বানরের জীবাশ্মের সন্ধান পেলেন। দক্ষিণ-পূর্ব পেরুর রিও আল্টো মাদ্রে ডি ডায়োস বরাবর একটি উন্মুক্ত নদীর তীর থেকে খুঁজে পেয়েছেন এই জীবাশ্মটি, যার আকার প্রায় একটা হ্যামস্টার-এর সমান। পেরুর ডিউক বিশ্ববিদ্যালয় এবং পিউরার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি দল বলেছেন নমুনাটি 'পারভিমিকো'। এই জীবাশ্মটি নিউ ওয়ার্ল্ড বানরদের জীবাশ্ম রেকর্ডে ১৫ মিলিয়ন বছরের ব্যবধান পূরণ করছে। সহজে বললে, বিবর্তনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল নতুন এই জীবাশ্মটি। তাই তাঁদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার।