মাত্র ছ'মাস আগের কথা। ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের একাংশ। মারা গিয়েছিলেন এক যাত্রী। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। আবার আজ সেই ঘটনারই পুনরাবৃত্তি হল বর্ধমানে। চাঙড় খসে পড়ে আহত হলেন এক পরিযায়ী শ্রমিক।
ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে। যে পোর্টিকোটি ভেঙে পড়েছিল জানুয়ারিতে, তারই ফলস সিলিংয়ের একটি চাঙড় খসে পড়ে এদিন। আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ ভর্তি করা হয় হাসপাতালে। তবে এখন পরিযায়ী শ্রমিকরা যাতায়াত করছেন এই প্ল্যাটফর্ম দিয়েই। প্ল্যাটফর্মে দিনও কাটাচ্ছেন অনেকে। ফলে আহতের আশঙ্কা বাড়ছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জল জমে দুর্বল হয়ে যায় সিলিংয়ের এই অংশ। প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণের ব্যাপারে। রেলের আধিকারিকেরা ঘটনার বেশ খানিক বাদে পর্যবেক্ষণে যান। ডিএমআর জানান তেমন গুরুতর দুর্ঘটনা হয়নি কোনো। রেলের এই বক্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ। রেলের গাফিলতির দিকেই আঙুল তুলছেন তাঁরা। তবে লকডাউন পরবর্তী সময় বলেই অল্পের জন্য রক্ষা মিলেছে বলে দাবি অনেকের। বর্ধমান স্বাভাবিক ছন্দে থাকলে হতাহতের সংখ্যা হয়তো বাড়ত আরও...
Powered by Froala Editor