নতুন প্রজাতির পলিকীটের সন্ধান বাংলাদেশে, নামকরণ করা হল শেখ মুজিবের নামে

বাংলাদেশের মাটিতে নতুন প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা। নোয়াখালির হাতিয়া উপকূলের জলাভূমিতে দীর্ঘ অনুসন্ধানের পর পাওয়া গেছে এই নতুন প্রজাতির পলিকীটের। এর হাত ধরেই আবারও উঠে এল নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম।


এই প্রতিষ্ঠানেরই মৎস্য ও সমুদ্র বিজ্ঞানের সহকারী অধ্যাপক-বিজ্ঞানী ডঃ মহম্মদ বেলাল হোসেন এই জীবটিকে সামনে নিয়ে আসেন। অবশ্য তিনি একা নন; এই কাজে ছিলেন অস্ট্রেলিয়ার আরেক বিজ্ঞানী ডঃ প্যাট হ্যাকিংস। দুজনে মিলে দীর্ঘদিনের চেষ্টায় জলাভূমি থেকে এই বিশেষ পলিকীটের সন্ধান পেয়েছেন। লম্বায় ৪২ মিমি দীর্ঘ এই প্রাণীটি অ্যানিলিডা গোত্রের একধরণের কৃমি। গোটা দেহে মোট ১৫৮টি খণ্ড রয়েছে; সঙ্গে রয়েছে চোষক মুখ। তবে প্রাণীটির কোনো চোখ নেই। মূলত লোনা কর্দমাক্ত জায়গায় এর বাস। মাটির উর্বরতা বাড়াতেও সাহায্য করে এই পলিকীট। এই আবিষ্কারের সঙ্গে বাংলাদেশের বিপুল প্রাণীবৈচিত্র্যের ছবিটাও আরও একবার উঠে এল।  


এই নতুন পলিকীটের নামকরণ করা হয়েহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তাঁকে শ্রদ্ধা জানাতেই এর বিজ্ঞানসম্মত নাম রাখা হয়েছে গ্লাইসেরা শেখমুজিবি। সুইজারল্যান্ডের ট্যাক্সোনমির জার্নালে সেই খবর প্রচারিতও হয়েছে। স্বীকৃতি পেয়েছে ডঃ বেলাল হোসেনের আবিষ্কার। সেই সঙ্গে তাঁর বক্তব্য, বাংলাদেশের প্রাণী ও প্রকৃতিকে নিয়ে যাতে আরও বেশি করে গবেষণা হয়। হয়ত আরও জীবের সন্ধান উঠে আসতে পারে এখান থেকে। তাহলে সমৃদ্ধ হবে পৃথিবী, সমৃদ্ধ হবে বাংলাদেশের জৈবসম্পদ।  

Powered by Froala Editor

Latest News See More