ভেঙে গেল সব দেশের রেকর্ড, করোনায় একদিনে ৩৩,০০০ আক্রান্ত ব্রাজিলে

করোনা ভাইরাসের প্রকোপ থেকে এখনও রক্ষা পায়নি বিশ্ব। ভারত তো বটেই, অন্যান্য জায়গাতেও বেড়ে চলেছে রোগ ও রোগীর সংখ্যা। তবে সাম্প্রতিক সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেল ব্রাজিল। সেখানকার স্বাস্থ্য দফতর সূত্রে দেওয়া খবর অনুযায়ী, গত বুধবার ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ! আর একই সঙ্গে এক হাজারের বেশি মানুষ মারাও গেছেন।

বিগত কয়েকমাস ধরে আমেরিকার সঙ্গে ব্রাজিলের করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে। রোগের সংখ্যাও বেড়েই চলেছে। এরই মধ্যে ব্রাজিলের স্বাস্থ্য দফতর করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার বিস্তারিত তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছিল। যুক্তি ছিল, এতে নাকি জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। পরবর্তীতে ব্রাজিলের সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে সেই তথ্য প্রকাশ্যে আনে প্রশাসন। আর তখনই এমন ভয়ংকর তথ্য সামনে আসে। এই মুহূর্তে ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা প্রায় ৪০ হাজার। 

করোনার এই দুর্যোগে বারবার সমালোচনার সামনে পড়েছে ব্রাজিলের প্রশাসন, বিশেষ করে প্রেসিডেন্ট জর বোলসোনারো। প্রথমত, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরও সেরকম ব্যবস্থা নিতে দেখা যায়নি তাঁকে। এমনকি, ‘অর্থনীতি’র দোহাই দিয়ে লকডাউনও শুরু করেননি। তার ফলও মিলতে শুরু করেছিল কয়েকদিন পর থেকেই। লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় করোনা সংক্রমণের সংখ্যা। চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়ে। অ্যামাজনের আদিবাসী এলাকাতেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আর এখন স্বাস্থ্য দফতরের তরফ থেকে তথ্য গোপনের চেষ্টাও করা হয়। আখেরে বিপদের মুখে পড়ে ব্রাজিলের সাধারণ মানুষ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, এখন সেই অপেক্ষায় সবাই। 

Powered by Froala Editor

আরও পড়ুন
নিউজিল্যান্ড প্রথম নয়, এই ৮টি দেশ করোনামুক্ত হয়েছে আরও আগেই

Latest News See More