সেই কেশরের দিন কি তবে ফুরোল? দুলকি চালে জঙ্গল শাসন করা সেই অলস কিন্তু গর্বিত পশুরাজদের অস্তিত্ব সংকট হতে চলেছে গোটা পৃথিবী জুড়ে। তাই-ই বলছে সমীক্ষা।
একসময় আফ্রিকা, ইউরোপ,এশিয়া জুড়ে এদের সংখ্যা ছিল প্রচুর। সেই সংখ্যা ৯৪% কমে গেছে। একসময়ে যা গোটা আফ্রিকা মহাদেশে বিস্তৃত ছিল, আজ তা ৬৬০,০০০ বর্গমাইলেরও কমে এসে ঠেকেছে। শুধু আফ্রিকাতেই ২৫০০০-এর কম সিংহ হওয়ায়, ইন্টারনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার সিংহকে বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকাভুক্ত করেছে। ১৪টি আফ্রিকান হাতি এবং ১৫টি গোরিলা পিছু একটি সিংহ। ওয়াইল্ডলাইফ কনজারভেশন নেটওয়ার্কের ডিরেক্টর পল থমসনের মতে, সিংহের সংখ্যা দ্রুত কমে যাওয়ার অন্যতম কারণ খাদ্যের অভাব। জঙ্গলে তাদের খাবার না থাকার কারণে লোক বসতির কাছাকাছি চলে আসা এবং পোষা জানোয়ারদের ওপর শিকার এবং মাঝেমধ্যে মানুষদের ওপরেই হামলা চলে। যার ফলে বিষ খাইয়ে মেরে দেওয়া হয় সিংহদের। তবে, আরেকটি উপায় হিসেবে গ্রামের ছেলেদের পাহারাদার হিসেবে রাখা হয়, কোনো সিংহের আসার খবর পেলে তারা গ্রামবাসী এবং তাদের পোষা পশুগুলিদের সচেতন করে দেয়। আপাতত এটাই সবচেয়ে সহজ রাস্তা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
২০১৭ সাল থেকে ১৭টি দেশ জুড়ে ৫ মিলিয়ন ডলার লায়ন রিকভারি ফান্ড হিসেবে বিনিয়োগ করা হলেও, বাজেট এখন অনেক কমে এসেছে। এই গোটা প্রজাতিকে রক্ষার জন্য আরও লড়ে যেতে হবে, আরও একজোট হতে হবে গোটা পৃথিবীকে।