২২ বছর ধরে সমুদ্রের আবর্জনা পরিষ্কার করে চলেছেন বালির বৃদ্ধ

তথ্যচিত্রের শুরুতে পর্দাজুড়ে শুধুই নীল জলের খেলা। তার মধ্যে থেকেই একটু একটু করে ভেসে উঠল এক বৃদ্ধের মুখ। দুই গালে আর কপালে অজস্র বলিরেখা। বুঝতে অসুবিধা হয় না, এই গল্প আসলে তাঁরই গল্প। কিন্তু শুধুই কি তাঁর? গত দুই দশকের বেশি সময় ধরে যে মানুষটা সমুদ্রের বুক থেকে আবর্জনা পরিষ্কার করে চলেছেন, সেই গল্প কখনোই তাঁর একার নয়। তা আসলে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের গল্প। এই পরিবেশ দূষণের (Pollution) বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে বাঁচতে চাওয়ার গল্প। বালির মৎস্যজীবী ওয়ায়ান নিও-র (Wayan Nyo) জীবনকে নিয়েই সম্প্রতি তৈরি হয়েছে একটি তথ্যচিত্র। ‘ভয়েস অ্যাবাভ ওয়াটার’ (Voice Above Water)। আর এর মধ্যেই একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি।

সান ফ্রান্সিসকোর পরিচালক ডানা ফ্র্যাংকফের প্রথম তথ্যচিত্র ‘ভয়েস অ্যাবাভ ওয়াটার’। তিনি মূলত পরিবেশ আন্দোলনের একজন কর্মী। সেই সূত্রেই হাজির হয়েছিলেন বালির সমুদ্র উপকূলে। ভারত মহাসাগরের বুকে ছোট্ট দ্বীপ বালি। সেখানে অধিকাংশ মানুষই মৎস্যজীবী। নিওও তাঁদেরই একজন। ছোটো থেকেই তাঁর জীবন কেটেছে সমুদ্রের জলে। সেটাই তাঁর সবচেয়ে বেশি সময়ের আশ্রয়। এমন গল্প তো প্রত্যেকেরই। কিন্তু বিশ শতকের শেষ বছরে এসে হঠাৎ নিওর গল্পটা বদলে গেল। সেদিন সমুদ্রে নৌকা নিয়ে বেরিয়ে তিনি দেখলেন, চারদিক আবর্জনায় ভরে গিয়েছে। আগেও সমুদ্রে আবর্জনা দেখেছেন। কিন্তু সেই আবর্জনা জমতে জমতে এভাবে চারদিক ঘিরে ফেলবে, ভাবতে পারেননি। একটানা কয়েকদিন বাড়ি ফিরলেন না নিও। প্রাণপণে সরাতে থাকলেন আবর্জনা।

এরপর বেশ খুশিমনেই বাড়ি ফিরেছিলেন নিও। কিন্তু পরদিন সমুদ্রে গিয়ে আবারও দেখলেন সেই আবর্জনার স্তূপ। আবারও পরিষ্কার করতে শুরু করলেন। এভাবে রোজ সমুদ্রে যান। সমুদ্রের আবর্জনা সরান। আবারও পরেরদিন নতুন নতুন আবর্জনা এসে জমা হয়। ২২ বছর ধরে এভাবেই সমুদ্রকে পরিষ্কার করে চলেছেন নিও। মাছ ধরা এখন তাঁর মাথায় উঠেছে। পৃথিবীব্যাপী পরিবেশ সুরক্ষা আন্দোলনের তিনিও একজন শরিক। অথচ ডানা ফ্র্যাংকের সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত তিনি জানতেনই না, এই কাজেরও কোনো গুরুত্ব আছে। পরিবারের লোক থেকে গ্রামবাসীরা, সবাই পাগল বলে এসেছেন এতদিন। জীবনের শেষ লগ্নে এসে ৯০ বছরের বৃদ্ধ দেখে গেলেন তাঁর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র সান লুই অবিসপো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা তথ্যচিত্র হিসাবে পুরস্কৃত হচ্ছে। ইন্টারন্যাশনাল ওশান ফিল্ম ফেস্টভ্যাল থেকেও পুরস্কৃত হচ্ছে সেই সিনেমা। আসলে তাঁর জীবনটাই যে কল্পকাহিনিকে হার মানায়।

Powered by Froala Editor

আরও পড়ুন
পরিত্যক্ত প্লাস্টিক থেকেই বস্ত্রনির্মাণ, পথ দেখাচ্ছে রাজস্থানের কিশোর

More From Author See More