করোনা-আক্রান্তের সংখ্যা ছাড়াল তিন লাখ, গোটা বিশ্বে চতুর্থ ভারত

করোনার আক্রমণ বেশ জাঁকিয়েই বসেছে ভারতে। প্রতিটি দিনের পরিসংখ্যান আরও ভয়ংকর দিনের ইঙ্গিত দিচ্ছে। এদিকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে মরিয়া দেশবাসী। এমন পরিস্থিতিতেই ভারতের করোনা সংক্রমণের সংখ্যা তিন লাখ পেরোল। সেই সঙ্গে তালিকায় চার নম্বরেও উঠে এল এই দেশ।

বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতে করোনা সংক্রমণের সংখ্যা রেকর্ড তৈরি করছিল। পয়লা জুন থেকে লকডাউন শিথিল হবার পর থেকে আক্রান্ত ও মৃতের সংখ্যাও বাড়ছিল হু হু করে। দেড় লাখ থেকে তিন লাখের অঙ্কে পৌঁছতে বেশি সময় লাগল না। আর এটাই চিকিৎসকদের কপালের ভাঁজ চওড়া করেছে। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। এই মুহূর্তে সেই সংখ্যা প্রায় ৩ লাখ ১০ হাজার। মৃতের সংখ্যাও সাড়ে আট হাজার পেরিয়ে নয় হাজার ছুঁইছুঁই। সেই সঙ্গে গোটা পৃথিবীর বিচারে চার নম্বরে উঠে এল ভারত। পেছনে ফেলে দিল চিন, ইতালি, স্পেন, ব্রিটেনকে; যে দেশগুলো একটা সময় করোনা হটস্পট ছিল। ভারতের ওপরে এখন তিনটে দেশ— আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া। 

রাজ্যগুলির দিকে তাকালেও একই অবস্থা দেখা যাবে। আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র কয়েকদিন আগেই চিনকে টপকে গেছে। এখন সেখানে আক্রান্তের সংখ্যা এক লাখ পেরিয়েছে। বাকি রাজ্যগুলির অবস্থাও তথৈবচ। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,২৪৪। এরই মধ্যে সমস্ত জায়গায় মানুষের যাতায়াত বেড়ে গেছে। ফলে রোগ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে, এমনটাই বলছেন ডাক্তাররা। সেখানে এর হাত থেকে নিষ্কৃতি পেতে গেলে প্রশাসনের সঙ্গে আমাদেরও সতর্ক হতে হবে। কিন্তু চারিদিকের যা পরিস্থিতি, তাতে খুব একটা আশার পরিস্থিতি দেখছেন না ডাক্তাররা।

Powered by Froala Editor