মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার মতো মানবিক ও সাহসী কাজের জন্য পুরস্কৃত করতে চলেছে ইমাম আবুবাকার আব্দুল্লাহিকে। প্রতি বছরই এই বিশেষ পুরস্কারটি তারা দিয়ে থাকে। এ-বছর এই আন্তর্জাতিক পুরষ্কারে সম্মানিত মোট পাঁচ জন। তার মধ্যে একজন ইমাম আবুবাকার আবদুল্লাহি। তিনি একজন মুসলিম ধর্মীয় নেতা। কয়েকজন খ্রিস্টানকে বাঁচাতে যিনি নিঃস্বার্থভাবে পরিশ্রম করেছেন। এমনকি জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছেন।
মধ্য-নাইজেরিয়ার খ্রিস্টান কৃষক এবং যাযাবর পালকরা বেশিরভাগই মুসলিম। তাদের মধ্যে মালভূমি রাজ্যের বারকিন লাডি অঞ্চলে সহিংস হামলার ঘটনা ঘটে ২০১৩ সালে।
তবে, গতবছর জুনে, ১০টি গ্রামে মারাত্মক হামলায় কয়েকশো কৃষকের মৃত্যু হয়। তারা সবাই ছিলেন বারোম জাতির। এই বিপর্যয়ের মাঝে, ৮৩ বছর বয়সি ইমাম ধর্মীয়-পার্থক্য সত্ত্বেও মানুষের জীবনরক্ষা করেছেন। পাশাপাশি সৎসাহস, ভ্রাতৃত্ব ও ভালোবাসার নিদর্শন রেখেছেন।
সেদিন একশো জনেরও বেশি মানুষের প্রাণ বাঁচান ইমাম। তাঁর এই সাহসিকতা ও সহৃদয়তা মানুষকে উদ্বুদ্ধ করে ও মানবতাকে গৌরবান্বিত করে। এই কাজের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র পুরস্কৃত করছে তাঁকে।