পৃথিবীর সবচেয়ে যানজটপূর্ণ শহর ব্যাঙ্গালোর, জানাল সমীক্ষা

রাস্তায় বেরোলে অফিসযাত্রী থেকে পড়ুয়া— সবারই চিন্তা থাকে যানজটের। দিনের ব্যস্ত সময় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সার সার গাড়ি, এমন দৃশ্য আমাদের অনেকেরই রোজকার যন্ত্রণা। ভারতে এই বেড়ে চলা যানজটকেই একপ্রকার মান্যতা দিল সাম্প্রতিক রিপোর্ট। সমীক্ষা অনুযায়ী, কেবল ভারত নয়, গোটা বিশ্বের সবথেকে বেশি ট্রাফিক কনজেস্টেড শহর হল ব্যাঙ্গালোর।

২০১৯-এর বার্ষিক টমটম ট্রাফিক রিপোর্টের সমীক্ষায় এমনই ছবি দেখা যাচ্ছে। মোট ৫৭টি দেশের ৪১৬টি শহরের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল। আর তার ফল অনুযায়ী, ব্যাঙ্গালোরের ট্রাফিকের অবস্থা সবচেয়ে ভয়াবহ। গাড়ি করে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে ব্যাঙ্গালোরে ৭১ শতাংশ অতিরিক্ত সময় লাগে! শুধু তাই নয়, ২০১৯-এ সবথেকে বেশি ট্রাফিক জ্যামও দেখেছে দক্ষিণের এই শহর।

অবশ্য ব্যাঙ্গালোরই একমাত্র নয়, এই তালিকার প্রথম দশে ভারতের আরও তিনটি গুরুত্বপূর্ণ শহর রয়েছে। ব্যাঙ্গালোরের পরেই রয়েছে মুম্বই (চতুর্থ), পুনে (পঞ্চম) এবং নিউ দিল্লি (অষ্টম)। প্রতিটা জায়গাতেই ট্রাফিক কনজেশন মারাত্মক। কিন্তু সমস্যাটা কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য ভারতের জনসংখ্যা তো দায়ী বটেই, সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা ছোটো গাড়ির সংখ্যাও সমানভাবে দায়ী। রাস্তায় বেড়ে যাওয়া এই গাড়ির জন্যই অনেক জায়গায় ট্রাফিক জ্যাম হয়। সমস্যার কারণ তো অনেক, জানেও সবাই; কিন্তু সমাধান কি হচ্ছে? প্রশ্ন উঠছে…