শীতের রাতে গরম লেপের নিচে নিজের শরীর পেতে দিতে কে না চায়! এরকম আয়েস দিনের শেষে প্রায় সব মানুষেরই প্রিয়। কিন্তু চাইলেই কি তা সম্ভব! যাঁদের পথ ছাড়া ঠিকানা নেই কোনো, তাঁদের কেমন করে কাটে দীর্ঘ রাত? এইসব পথবাসীদের জন্যেই পথে বেরোন বি বি ম্যাকগোয়ান। রাত হলেই একটি গাড়ি নিয়ে তিনি বেরিয়ে পড়েন গৃহহীনদের খোঁজে।
টেক্সাসের ডালাস শহরের বাসিন্দা ম্যাকগোয়ান। তিনি নিজেও একসময় ঠিকানাহীন জীবন কাটিয়েছেন। ভাগ্য ও পরিশ্রমের ফলে অবশেষে অবস্থার উন্নতি ঘটে তাঁর। কিন্তু ভুলে যাননি অতীত জীবন। এখনও যাঁদের বসবাস পথেই, তাঁদের পাশে দাঁড়াতে চান তিনি। পথে শুয়ে থাকা মানুষদের তুলে নেন গাড়িতে। তারপর, কাছাকাছি কোনো নির্দিষ্ট আশ্রয়ে পৌঁছে দেন তাঁদের।
এই উদ্যোগে ম্যাকগোয়ান তাঁর পাশে পেয়েছেন ওক লন ইউনাইটেড মেথোডিস্ট চার্চকে। এই গির্জার ভ্যান নিয়েই তিনি টহল দেন রাতে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে হলেও পরোয়া নেই। সকলেই স্বাচ্ছন্দ্য পাক, শিতের কামড় থেকে রক্ষা পাক সকলেই – এই-ই তাঁর ব্রত। এভাবেই পথবাসীদের আশ্রয় হয়ে উঠছেন তিনি। মনুষ্যত্বেরও।