ষাঁড়ে সঙ্গে মানুষের লড়াই। দক্ষিণ ভারতের এই প্রাচীন রীতির নাম জালিকাট্টু। আর ‘জালিকাট্টু’ সিনেমাতেও উঠে এসেছে দক্ষিণের গ্রাম্য মানুষের জীবনের ছবিই। মালায়ালাম ভাষার এই সিনেমাই এবারে অস্কারের জন্য ভারতের প্রতিবিধিত্ব করবে। আঞ্চলিক ভাষায় সেরা ফিচার ফিল্ম হিসাবে মনোনীত হয়েছে লিজো পেলিসারি পরিচালিত এই ছবিটিই।
অস্কার মনোনয়নের দৌড়ে ছিল আরও ২৭টি ছবি। তার মধ্যে ‘শকুন্তলা দেবী’ বা ‘বুলবুল’-এর মতো বহুল প্রচারিত সিনেমাও ছিল। তবে সবাইকে পিছনে ফেলে মনোনয়ন ছিনিয়ে নিল ‘জালিকাট্টু’। ইন্ডিয়ান ফিল্ম ফেডারেশনের হুরি বোর্ডের চেয়ারম্যান রাহুল রাওয়াল জানিয়েছেন, সিনেমাটির বিষয়বস্তু থেকে উপস্থাপনা সবই মুগ্ধ করেছে। আঞ্চলিক ভাষাতেও যে এমন সিনেমা হতে পারে, সেটা ভাবতে সত্যিই অবাক লাগে।
প্রসঙ্গত, এবারের অস্কারের দৌড়ে ছিল না কোনো বাংলা সিনেমা। করোনা পরিস্থিতিতে অবশ্য সিনেমার জগতে বড়ো ধাক্কা লেগেছে। কিন্তু তার পরেও বাংলা সিনেমার বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। আর এর মধ্যেই মালায়ালাম সিনেমা ‘জালিকাট্টু’ দেখিয়ে দিল, প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন ছিনিয়ে আনা যায়। তবে সামনে এখনও অনেকটা পথ বাকি। বাকি সমস্ত দেশের সিনেমাকে হার মানিয়ে আবারও ভারতের হাতে অস্কার উঠবে, এই আশাই রাখছেন সবাই।
Powered by Froala Editor