রাজধানীর শেষ হাতিটিকেও পাঠানো হল রিহ্যাবে

ভারতের রাজধানীর শেষতম হাতি সে। অথচ মিলছিল না সঠিক খাদ্য ও সঠিক পরিচর্যা। ক্রমশ অসুস্থ হয়ে পড়ায় বনদপ্তরের পক্ষ থেকে 'লক্ষ্মী'কে পাঠানো হল রিহ্যাবে। এমনই ঘটনার সাক্ষী দেশের প্রাণকেন্দ্র দিল্লি।

পূর্ব দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছ থেকে লক্ষ্মীকে পাওয়া যায়। কিছুদিন আগে রিহ্যাবে আসার পর লক্ষ্মীকে ভালো করে স্নান ও খাওয়ানো হয়। এরপর সেখানকার পশু চিকিৎসকেরা তাঁর চিকিৎসা করেন।

রিহ্যাবের ইনস্পেকটর সুলতান সিংহ আশ্বাস দেন, লক্ষ্মীর সবরকম দেখভাল করা হবে। রিহ্যাবে এই মুহূর্তে পাঁচটি হাতি রয়েছে। তাদের দেখভাল করার জন্য আছেন প্রশিক্ষিত মাহুত। এখন থেকে লক্ষ্মীর আর কোনো অসুবিধা হবে না বলেই বিশ্বাস সুলতানের।

সম্ভবত রাজধানীর শেষ হাতিটি হয়ত আর আগের মত ঘুরে বেড়াবে না। দিল্লি হাইকোর্ট জানিয়েছে যে জনবসতি থেকে এই হাতিটিকে দূরে রাখা হোক, কারণ হাতিটি এই ধরণের পরিবেশে অভ্যস্ত নয়। আশা করা যায়, আগামী জীবন স্বচ্ছন্দেই কাটবে তার।

Latest News See More