আজ থেকে শিথিল লকডাউন, মেনে চলুন WHO এবং সরকারের নির্দেশিকা

এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারেরও বেশি মানুষের। বাংলায় আক্রান্ত ৫৫০১ জন। তবে এই প্রতিকূল পরিস্থিতিতেই কন্টেন্টমেন্ট জোনগুলি ছাড়া, বাকি সব জায়গাতেই লকডাউন শিথিল করার নির্দেশ দিয়েছে সরকার। খুলে যাচ্ছে কর্মসংস্থানগুলি এবং পরিবহণ ব্যবস্থাও। তবে সামান্য অসতর্কতায় ছড়াতে পারে সংক্রমণ। সংক্রমণ এড়াতে দায়িত্ব নিতে হবে প্রত্যেককেই। সচেতন হতে হবে প্রতি পদক্ষেপেই। এই পরিস্থিতিতে যথাসম্ভব হু-এর (WHO) নির্দেশাবলি মেনে চলাই কাম্য...

কর্মক্ষেত্রে যা যা মেনে চলতে হবে :

১. কর্মস্থানে ডেস্ক, টেবিল, কি-বোর্ড এবং অন্যান্য যাবতীয় সরঞ্জাম দৈনিকভাবে জীবাণুমুক্ত করুন।

২. অফিসগুলিতে কর্মী এবং গ্রাহকদের জন্য মজুত রাখতে হবে পরিমিত স্যানিটাইজার।

৩. অফিসে থাকতে হবে হাত ধোয়ার জলের ব্যবস্থা এবং সাবান। 

৪. সম্ভব হলে জনস্বাস্থ্য পরিষেবার সঙ্গে আলোচনা করেই হাত ধোয়ার সঠিক নিয়মাবলির পোস্টার আটকাতে হবে কর্মক্ষেত্রে। 

৫. প্রত্যেককেই কর্মক্ষেত্রে বাধ্যতামূলকভাবেই মাস্ক পরিধান করতে হবে। ব্যবহৃত টিস্যু স্বাস্থ্যবিধি মেনে ফেলতে হবে ডাস্টবিনে।

৬. কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অফিসে জানিয়েই বাড়িতে থাকতে হবে এই পরিস্থিতিতে। 

এছাড়াও সংক্রমণ এড়াতে যা যা খেয়াল রাখতে হবে :

১. চলাচলের সময় এবং কাজের স্থানে কমপক্ষে ৩ ফুটের দূরত্ব বজায় রাখুন।

২. চোখ, নাক, মুখ বারবার স্পর্শ করলে সংক্রমণ ছড়াতে পারে। এই অভ্যাস থেকে বিরত থাকুন।

৩. যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন।

৪. হাঁচি, কাশির সময় অবশ্যই হাত বা টিস্যু দিয়ে মুখ ঢাকুন।

৫. কারোর জ্বর বা সর্দি হলে তাঁর সঙ্গে সংস্পর্শে আসবেন না অথবা ঘনিষ্ঠ হবেন না।

৬. মাস্ক পরার আগে ভালভাবে হাতে স্যানিটাইজ করুন।

৭. মাস্ক পরার সময় খেয়াল রাখতে হবে মাস্ক এবং মুখের মাঝে যেন ফাঁকা না থাকে। মাস্কটি নাক এবং মুখ পুরোটাই যাতে আবরণ করে, নজর রাখতে হবে সে ব্যাপারেও। 

লকডাউন শিথিল হয়েই রাজ্যে বাসগুলিতে বাদুড়ঝোলা ভিড় চোখে পড়েছে। একই অবস্থা অটো এবং অন্যান্য পরিবহনগুলিতেও। এই ঘটনা সংক্রমণকে ত্বরান্বিত করতে পারে তার আশঙ্কাই ফুটে উঠছে বারবার। তাই সচেতন হতে হবে প্রত্যেককেই। এই মুহূর্তে সরকারি গাইডলাইন মেনে চলাই কাম্য। অযথা ভিড় বাড়ালে, বাড়বে নিজেদের বিপদ, সেইসঙ্গে অন্যদেরও। ভুলে গেলে চলবে না, একমাত্র সচেতনতাই শৃঙ্খল ভাঙতে পারে সংক্রমণের।

Powered by Froala Editor

Latest News See More