গল্প নয়, বাস্তবেই পাহাড় বেয়ে উঠতে পারে এই মাছ

গল্পের গরু নাকি গাছে ওঠে। কিন্তু বাস্তবের মাছ যে পাহাড়ে ওঠে, একথা শুনলে চমকে উঠতেই হয়। না, ঠিক উড়ুক্কু মাছের মতো বিষয় নয়। বরং এমন এক মাছের কথা বলা হচ্ছে, পাহাড়ের খাঁজ বেয়ে ওঠার জন্য যার বিশেষ অভিযোজন ঘটেছে। সম্প্রতি আমেরিকার জিওলজিক্যাল সার্ভের গবেষক টিম গ্র্যাবোস্কি তেমনই এক মাছের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। অদ্ভুতভাবে, এতদিন এই বিচিত্র মাছকে নিয়ে তেমন কোনো গবেষণাই হয়নি।

হাওয়াই দ্বীপের হামাকুয়া উপত্যকায় দেখা মেলে এই অদ্ভুত মাছের। স্থানীয় ভাষায় তার নাম ও-ওপু। তবে টিমের মতে, ও-ওপু বলতে বেশ কয়েক প্রজাতির মাছকেই বোঝানো হয়। এর মধ্যে ৪টি বা ৫টি প্রজাতিই পাহাড়ে উঠতে পারে। আর হামাকুয়া উপত্যকার অন্তত ৫০ মাইল জলস্রোতে এই মাছেদের দেখা যায় বলে জানিয়েছেন তিনি। যদিও প্রতিটি জায়গাই যথেষ্ট দুর্গম। আর সেই কারণেই হয়তো এতদিন তাদের নিয়ে তেমন কোনো গবেষণা হয়নি।

৫ লক্ষ বছর আগে সমুদ্রের গর্ভ থেকে উঠে আসে হামাকুয়া উপত্যকা। এখানে বার্ষিক বৃষ্টিপাত ২০০ সেন্টিমিটারের বেশি। কিন্তু পাহাড়ি অঞ্চলে জলের স্রোত অন্তত বেশি। বেশিরভাগ জলপ্রপাতের মধ্যে টিকে থাকার মতো করেই তাই অভিযোজিত হয়েছে ও-ওপু। প্রয়োজনে জল ছেড়ে পাহাড়ের ঢাল বেয়ে কয়েক মিটার উঠে যেতে পারে এরা। যদিও ক্রমশ এই ব্যতিক্রমী মাছের সংখ্যা কমে আসছে বলেই জানিয়েছেন টিম। আর তার জন্য দায়ী অবশ্যই পরিবেশ দূষণ। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে প্রকৃতির বুক থেকে হারিয়ে যাবে একটি বিস্ময়।

Powered by Froala Editor

Latest News See More